পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'দ্বিতীয় স্বাধীনতা দিবস', সিএএ-র বিজ্ঞপ্তি জারি হতেই উচ্ছ্বসিত মতুয়ারা - Citizenship Amendment Act

Citizenship Amendment Act: লোকসভা ভোটের আগে দেশজুড়ে লাগু হয়ে গেল সিএএ ৷ তারপরই বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতল ঠাকুরনগর ৷ ঠাকুরবাড়িতে ঢাকঢোল, ঘণ্টা-কাঁসর বাজিয়ে মেতে উঠলেন তাঁরা ৷ সেইসঙ্গে বললেন, এটা তাঁদের দ্বিতীয় স্বাধীনতা দিবস ৷

নাগরিকত্ব সংশোধনী আইন চালু হতেই উচ্ছ্বসিত মতুয়ারা
Citizenship Amendment Act

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 6:40 PM IST

Updated : Mar 11, 2024, 7:40 PM IST

নাগরিকত্ব সংশোধনী আইন চালু হতেই উচ্ছ্বসিত মতুয়ারা

ঠাকুরনগর, 11 মার্চ:"দেশ যেন দ্বিতীয়বার স্বাধীন হল ৷"

সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি হতেই এমনই জানাল উচ্ছসিত মতুয়া সম্প্রদায়ের মানুষ ৷ সিএএ ঘোষণা হতে পারে বলে খবর শোনা যাচ্ছিল বেশকিছু দিন ধরেই ৷ আর তারপরই জল্পনাতে সিলমোহর দিল কেন্দ্রীয় সরকার ৷ সোমবার দেশজুড়ে লাগু হয়ে হল নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ ৷ তারপরই ঠাকুরনগর মাতল আনন্দে ৷ ঢাকঢোল, ঘণ্টা-কাঁসর বাজিয়ে মেতে উঠলেন তাঁরা ৷ সেইসঙ্গে জানালেন মোদি ও অমিতজিকে অসংখ্য ধন্যবাদ ৷ বললেন তাঁদের ভালো হোক ৷ সেইসঙ্গে বললেন, এটা তাঁদের দ্বিতীয় স্বাধীনতা দিবস ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর পাওয়া যায়, এদিন সন্ধেয় সিএএ নিয়ে (11 মার্চ) বিজ্ঞপ্তি জারি করা হবে। তারপরই তা লাগু হয়ে যাবে। ফলে ভোটের মুখে এই সিদ্ধান্তে খুশি মতুয়ারা ৷ বিজীত কান্তি মণ্ডল নামে মতুয়া সম্প্রদায়ের এক সদস্য বলেন, "আজ আমাদের খুব আনন্দের দিন ৷ আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আজ তা পূরণ হল ৷ এই সিএএ দেশজুড়ে লাগু হওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি অসংখ্য ধন্য়বাদ জানিয়েছেন ৷ তিনি বলেন, মোদি, অমিত শাহ অনেকদিন আগে কথা দিয়েছিলেন ওপার বাংলা থেকে আসা মানুষদের সমস্ত দুঃখ, দুর্দশা তিনি ঘুচিয়ে দেবেন ৷ আর তেমনটাই হয়ে গেল আজ ৷ তাঁদের কল্যাণ হোক ৷"

কী রয়েছে সিএএ আইনে? ওই আইনে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে মতো দেশগুলি থেকে মুসলিম ছাড়া অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা যারা 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ভারতে এসেছেন তারা এদেশের নাগরিকত্ব পাবেন। আজ প্রকাশ করা হল সেই আইনের বিধি। সিএএ-র বিজ্ঞপ্তি জারির আগেই নবান্নে একটি জরুরি বৈঠকে ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, তিনি বলেন, "কারও নাগরিকত্ব বাতিল হলে ছেড়ে কথা বলব না।"

এর আগে মতুয়া সম্প্রদায় তৃণমূলের পাশে থাকলেও 2019-এর লোকসভা ভোটে তাদের সমর্থন যায় বিজেপির পক্ষে ৷ সেইবছরই সিএএ আইন পাশ হয় সংসদে ৷ 2019-এর পর 2024, পাশ হওয়া সিএএ আইন এবার লাগু হল ৷ বিষয়টিকে নিজেদের জয় বলে মনে করছে মতুয়ারা ৷

আরও পড়ুন:

  1. লোকসভা ভোটের আগে দেশজুড়ে লাগু সিএএ
  2. সিএএ মানুষের অধিকার খর্ব করলে, আন্দোলন আজ থেকেই; হুঙ্কার মমতার
  3. সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বড় পদক্ষেপ, বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা
Last Updated : Mar 11, 2024, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details