ঠাকুরনগর, 11 মার্চ:"দেশ যেন দ্বিতীয়বার স্বাধীন হল ৷"
সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি হতেই এমনই জানাল উচ্ছসিত মতুয়া সম্প্রদায়ের মানুষ ৷ সিএএ ঘোষণা হতে পারে বলে খবর শোনা যাচ্ছিল বেশকিছু দিন ধরেই ৷ আর তারপরই জল্পনাতে সিলমোহর দিল কেন্দ্রীয় সরকার ৷ সোমবার দেশজুড়ে লাগু হয়ে হল নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ ৷ তারপরই ঠাকুরনগর মাতল আনন্দে ৷ ঢাকঢোল, ঘণ্টা-কাঁসর বাজিয়ে মেতে উঠলেন তাঁরা ৷ সেইসঙ্গে জানালেন মোদি ও অমিতজিকে অসংখ্য ধন্যবাদ ৷ বললেন তাঁদের ভালো হোক ৷ সেইসঙ্গে বললেন, এটা তাঁদের দ্বিতীয় স্বাধীনতা দিবস ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর পাওয়া যায়, এদিন সন্ধেয় সিএএ নিয়ে (11 মার্চ) বিজ্ঞপ্তি জারি করা হবে। তারপরই তা লাগু হয়ে যাবে। ফলে ভোটের মুখে এই সিদ্ধান্তে খুশি মতুয়ারা ৷ বিজীত কান্তি মণ্ডল নামে মতুয়া সম্প্রদায়ের এক সদস্য বলেন, "আজ আমাদের খুব আনন্দের দিন ৷ আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আজ তা পূরণ হল ৷ এই সিএএ দেশজুড়ে লাগু হওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি অসংখ্য ধন্য়বাদ জানিয়েছেন ৷ তিনি বলেন, মোদি, অমিত শাহ অনেকদিন আগে কথা দিয়েছিলেন ওপার বাংলা থেকে আসা মানুষদের সমস্ত দুঃখ, দুর্দশা তিনি ঘুচিয়ে দেবেন ৷ আর তেমনটাই হয়ে গেল আজ ৷ তাঁদের কল্যাণ হোক ৷"