হিঙ্গলগঞ্জ, 15 নভেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আগে নাম উঠেছিল। সরকারি অনুদানে বাড়ি তৈরির স্বপ্নও দেখেছিলেন। আচমকা সেই তালিকা থেকে নাম গায়েব। প্রতিবাদে পথে নেমে বাসিন্দারা বিক্ষোভ শুরু দেখালেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হেমনগর এলাকায় 2021-22 আর্থিক বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের নামের তালিকা তৈরি করা হয়েছিল। তার কিছুদিন আগে আমফান ঘূর্ণিঝড়ে ওই এলাকার বহু মানুষের বাড়িঘর ভেঙে গিয়েছিল।বাসিন্দাদের দাবি, ওই সময় আবাস যোজনার উপভোক্তাদের তালিকায় গ্রামের 900টি পরিবারের নাম ছিল। যদিও তারপর ওই প্রকল্পে বাড়ি তৈরির অনুদান বন্ধ ছিল।
সম্প্রতি আবাস যোজনায় উপভোক্তাদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে, পুরনো তালিকার থেকে মাত্র তিনটি নাম নতুন তালিকায় রয়েছে। বাদ গিয়েছে 897টি নাম। বাসিন্দাদের আরও অভিযোগ, পঞ্চায়েতের প্রতিনিধিরা তাঁদের নাম বাদ দিয়েছেন। আবাস যোজনার উপভোক্তাদের নামের চূড়ান্ত তালিকায় ফের নাম নথিভুক্ত করার দাবিতে বাসিন্দারা আন্দোলনও শুরু করেছেন।