সন্দেশখালি, 28 ফেব্রুয়ারি: বুধবার ফের উত্তেজনা ছড়াল সন্দেশখালিতে ৷ বেড়মজুরের ঝুপখালি এলাকায় নতুন করে বিক্ষোভ মহিলাদের ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিতে বিক্ষোভকারী মহিলাদের 'বহিরাগত' বলেছেন ৷ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে ও শেখ শাহাজাহান এবং তাঁর ভাই শেখ সিরাজউদ্দিনকে গ্রেফতারির দাবিতে আজ মহিলারা ঝুপখালি এলাকায় আন্দোলনে সামিল হন। পাশাপাশি বিক্ষোভ দেখাতে দেখাতে তাঁরা বেড়মজুরের পুলিশ সহায়তা ক্যাম্পে এসে একটি ডেপুটেশনও জমা দেন ।
প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সন্দেশখালিতে এসেছিলেন ৷ তিনি এই এলাকার বিভিন্ন জায়গায় রাজ্য পুলিশের তরফ থেকে ক্যাম্প খোলার কথা জানিয়েছিলেন ৷ এই ক্যাম্পে এলাকার বাসিন্দারা অভিযোগ জানাতে পারবেন বলেও তিনি জানান । সেইমতোই পুলিশের তরফ থেকে ঝুপখালিতে খোলা হয়েছে ক্যাম্প ৷ এই ক্যাম্পেই এলাকার মহিলারা দল বেঁধে এ দিন অভিযোগ জানাতে আসেন ৷ যার ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷ ক্যাম্পে শেখ শাহাজাহান এবং তাঁর ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন গ্রামের মহিলারা ।