দার্জিলিং, 4 জানুয়ারি: পারিবারিক বিবাদের জের। মদ্যপ অবস্থায় স্ত্রী'র সঙ্গে অশান্তি। আর ঝামেলার জেরে ঘরে আগুন লাগিয়ে পালাল স্বামী। কোনওক্রমে পালিয়ে প্রাণে বাঁচলেন স্ত্রী ও ছেলে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়।
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজামতারা অঞ্চলের ঝমকলালজোত গ্রামের বাসিন্দা নুর ইসলাম স্ত্রী আকিমা খাতুন ও ছেলে মহম্মদ আকাশকে নিয়ে থাকে। বাড়ি নদিয়ায় হলেও বিয়ের পর থেকে দীর্ঘ কয়েক বছর ধরে ফাঁসিদেওয়াতেই পরিবার নিয়ে থাকে পেশায় মিস্ত্রী নুর ইসলাম। কিন্তু মাঝেমধ্যেই তাঁর মদ্যপানের কারণে পরিবারে অশান্তি লেগেই থাকত। এদিন রাতেও এক বন্ধুর বাড়ি থেকে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে নুর ইসলাম।
বাড়িতে আগুন লাগিয়ে পলাতক স্বামী (ইটিভি ভারত) গভীর রাতে বাড়িতে এসে খাওয়া-দাওয়াও করে নুর ইসলাম। কিন্তু স্ত্রী মদ্যপান করার প্রতিবাদ জানান। আর তাতেই তর্ক-বিতর্কে জড়িয়ে পরে দম্পতি। স্ত্রীর গায়ে হাতও তোলে বলেও অভিযোগ। রাতে বেড়ার ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুন দেখে তার স্ত্রী আকিমা ছেলেকে নিয়ে দৌড়ে পাশেই বাপের বাড়িতে চলে যান। এদিকে বেড়ার ঘরের কারণে আগুন মুহূর্তে ভয়ানক আকার ধারণ করে।
এরপরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফাঁসিদেওয়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা ও প্রশাসন সকলে মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে মাটিগাড়া থেকে একটি দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকেই নুর ইসলামের খোঁজ শুরু করেছে পুলিশ ৷ এমনটাই জানিয়েছেন ডিএসপি নেহা জৈন। স্ত্রী আকিমা খাতুন বলেন, "রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে অশান্তি করে স্বামী। আমাকে মারধর করে। আমি প্রতিবাদ করেছিলাম। আর তাতেই রেগে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। কোনওক্রমে ছেলেকে নিয়ে বাপের বাড়িতে পালাই ৷ না-হলে দু'জনেই মরে যেতাম। "