মন্তেশ্বর, 7 অগস্ট: ঘুম থেকে তুলে বৌদিকে হাত পা বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগে অভিযুক্ত দেওর গৌতম হাজরাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কালনা মহকুমা আদালত । 10 বছর পর বুধবার এই সাজা ঘোষণা করেছে আদালত ৷
আদালত সূত্রে খবর, ঘটনাটি 2014 সালের নভেম্বর মাসে । মন্তেশ্বরের সাহাপুর গ্রামের বাসিন্দা ছিলেন চাঁপা হাজরা । পারিবারিক অশান্তির জেরে তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে দেওর গৌতম হাজরার বিরুদ্ধে । ঘটনার দিন রাতে চাঁপা ঘুমোচ্ছিলেন । গভীর রাতে হঠাৎ গৌতম চিৎকার করতে থাকে যে গোয়াল ঘর থেকে গরু পালিয়ে গিয়েছে । সেই চিৎকার শুনে উঠে বাইরে চলে আসে চাঁপা । সেই সময় তাকে ধরে হাত পা পিছমোড়া করে বেঁধে ফেলে গৌতম । তারপর তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় । আশংকাজনক অবস্থায় চাঁপাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । সেখানে মৃত্যুকালীন জবানবন্দি দেন তিনি ।