পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত 1 - Bomb Blast at Murshidabad

Bomb Blast at Murshidabad: মুর্শিদাবাদের রানিনগরে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল এক ব্যক্তির ৷ মৃত ব্যক্তির নাম আইনুল হক ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ এই ঘটনায় কারা জড়িত, তা এখনও চিহ্নিত করা যায়নি ৷

ETV BHARAT
বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 16, 2024, 2:00 PM IST

মুর্শিদাবাদ, 16 অগস্ট: সবাই যখন দেশের 78তম স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত, ঠিক সেই সময় বাড়ি থেকে 200 মিটার দূরে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল এক ব্যক্তির ৷ মৃতের নাম আইনুল হক ৷ বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগর থানার ঝাউবাড়িয়া মালিপাড়া এলাকায় ৷ খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে রানিনগর থানার পুলিশ ৷ গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত ৷ তবে থানার একটি সূত্র জানাচ্ছে, বোমা বাঁধার ঘটনায় জড়িতদের এখনও চিহ্নিত করা যায়নি ৷

বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত এক (নিজস্ব ভিডিয়ো)

গ্রামবাসীরা জানাচ্ছেন, বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা ৷ বিস্ফোরণের শব্দ ভেসে আসে গ্রামেরই একটি আমবাগান থেকে ৷ কৌতুহলী কয়েকজন গ্রামবাসী সেদিকে যান ৷ দেখেন, ঘটনাস্থলে বেশকিছু চকোলেট বোমা পড়ে রয়েছে ৷ তাঁরা নিশ্চিত হয়ে যান, সেখানে বোমা বাঁধা হচ্ছিল ৷ একটি গাছে বোমা বিস্ফোরণের দাগ দেখতে পাওয়া যায় ৷ ঘটনাস্থলে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে রক্তের দাগ ৷ সবাই বুঝে ফেলেন, সেখানে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়েছে ৷ তাতে এক বা একাধিক ব্যক্তি আহত হয়েছেন ৷ কিন্তু সেখানে কারওকে দেখা যায়নি ৷ তখনকার মতো গ্রামবাসীরা যে যাঁর বাড়ি ফিরে যান ৷

এদিকে, ভোর তিনটে নাগাদ গ্রামে ঢোকে অ্যাম্বুল্যান্স ৷ চালক আইনুলের বাড়ির খোঁজ করেন ৷ দেখা যায়, কেউ বা কারা সেই অ্যাম্বুল্যান্সে আইনুলের মৃতদেহ গ্রামে পাঠিয়ে দিয়েছে ৷ গ্রামবাসীরা বুঝে ফেলেন, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণেই মৃত্যু হয়েছে আইনুলের ৷ চিকিৎসার জন্য তাঁকে কোথাও নিয়ে যাওয়া হয়েছিল ৷ কিন্তু বাঁচানো যায়নি ৷ আইনুল এমন কাজে কীভাবে জড়িয়ে গেলেন, বুঝে উঠতে পারছেন না কেউ ৷

পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন আইনুল ৷ বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে তিন ছেলে ৷ শ্রমিক হিসাবেই তাঁকে চিনত সবাই ৷ তাঁর এহেন মৃত্যুতে এবার পরিবার কীভাবে চলবে, তা নিয়ে চিন্তিত সবাই ৷ তাঁর পরিবারের সদস্যদের দাবি, বৃহস্পতিবার রাতে কেউ একজন ফোন করে আইনুলকে ডেকেছিলেন ৷ সেই ফোন পাওয়ার পরই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান ৷ কীভাবে তিনি মারা গেলেন, কে তাঁকে ফোন করে ডেকেছিলেন, তিনি আদেও বোমা বাঁধছিলেন কি না, তা পরিবারের কারও জানা নেই ৷ এদিন ভোর তিনটে নাগাদ একটি অ্যাম্বুল্যান্সে চাপিয়ে তাঁর মৃতদেহ বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে ৷

খবর পেয়ে শুক্রবার সকালে আইনুলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷ রানিনগর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details