পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেয়েকে অফিস পৌঁছাতে গিয়ে ডাম্পারের ধাক্কায় বাবার মৃত্যু, রণক্ষেত্র রায়গঞ্জ - ROAD ACCIDENT IN RAIGANJ

ঘাতক ডাম্পারটিতে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা ৷ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

Road Accident in Raiganj
মেয়েকে অফিস পৌঁছাতে গিয়ে ডাম্পারের ধাক্কায় বাবার মৃত্যু, রণক্ষেত্র রায়গঞ্জ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2025, 8:23 PM IST

রায়গঞ্জ (উত্তর দিনাজপুর), 3 জানুয়ারি: বাইক চালাচ্ছেন বাবা ৷ আরোহী মেয়ে ৷ উদ্দেশ্য মেয়েকে অফিসে পৌঁছে দেওয়া ৷ কিন্তু বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক পরিণতি হল বাবার ৷ অফিসের বদলে গুরুতর জখম অবস্থায় মেয়ের ঠাঁই হল একটি নার্সিংহোমে ৷

ঘটনাস্থল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ৷ শুক্রবার সকালে পুরনো 34 নম্বর জাতীয় সড়কে রেলগেটের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ দুর্ঘটনার পর ডাম্পার ফেলে পালিয়ে যায় চালক ৷ ক্ষিপ্ত জনতা ডাম্পারে আগুন ধরিয়ে দেয় ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

মেয়েকে অফিস পৌঁছাতে গিয়ে ডাম্পারের ধাক্কায় বাবার মৃত্যু, রণক্ষেত্র রায়গঞ্জ (ইটিভি ভারত)

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের নাম সুভাষ দে সরকার ৷ বছর পঁয়ষট্টির ওই প্রৌঢ় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার উদয়পুরের বাসিন্দা ৷ তাঁর মেয়ের নাম সুস্মিতা দে সরকার ৷ তিনি আপাতত একটি নার্সিংহোমে চিকিৎসাধীন৷ ঘাতক ডাম্পারের চালকের সন্ধান চলছে ৷

কীভাবে ঘটল দুর্ঘটনা ?

প্রত্যক্ষদর্শীদের দাবি, সুভাষ দে সরকার যখন বাইক নিয়ে পুরনো 34 নম্বর জাতীয় সড়কের রেলগেট পার হচ্ছিলেন, সেই সময় দ্রুতগতিতে একটি ডাম্পার চলে আসে পিছন দিক থেকে ৷ তিনি কিছু বুঝে ওঠার আগেই তাঁর বাইকে ডাম্পারটি ধাক্কা মারে ৷ তিনি ও তাঁর মেয়ে সুস্মিতা বাইক থেকে পড়ে যান ৷

জ্বলছে ঘাতক ডাম্পার৷ (নিজস্ব চিত্র)

সঙ্গে সঙ্গে আশপাশের লোকেরা চিৎকার শুরু করেন ৷ রাস্তার পাশেই যাঁরা ছিলেন, তাঁদের কয়েকজন কোনোমতে সুস্মিতাকে ডাম্পারের তলা থেকে সরিয়ে নেন ৷ কিন্তু সুভাষ দে সরকারকে তাঁরা ডাম্পারের তলা থেকে সরাতে পারেননি ৷ এই অবস্থায় দ্রুতগতিতে ডাম্পারটি আরও কিছুটা এগিয়ে যায় ৷ তখনও ডাম্পারের চাকায় আটকে সুভাষ দে সরকার ৷

অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় ৷ তাঁর মেয়েকেও ভর্তি করা হয় একটি নার্সিংহোমে ৷ পরে জানা যায় যে মৃত্যু হয়েছে সুভাষ দে সরকারের ৷ ঘটনাস্থল থেকে তাঁকে যখন উদ্ধার করা হচ্ছিল, সেই সময়ই পালিয়ে যায় ঘাতক ডাম্পারের চালক ৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ৷ (নিজস্ব চিত্র)

স্থানীয় বাসিন্দা বাপ্পা মজুমদারের দাবি, ডাম্পারটি অবৈধ উপায়ে কাটা মাটি নিয়ে যাচ্ছিল ৷ এই ঘটনা এই এলাকায় নতুন নয় ৷ রোজই নম্বরবিহীন ডাম্পার বেপরোয়া গতিতে চলাচল করে ৷ যার জেরে এদিন বড়সড় দুর্ঘটনা ঘটল ৷

নিত্যদিনের সমস্যায় ভোগেন বলেই হয়তো স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে পড়েন দুর্ঘটনার পর ৷ তার জেরেই ঘাতক ডাম্পারে আগুন ধরিয়ে দেন তাঁরা ৷ ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ ঘটনাস্থলে যায় পুলিশ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷ ডাম্পারের আগুন নেভানো হয় ৷ রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত এসপি কুন্তল বন্দ্যোপাধ্যায়ও ঘটনাস্থলে যান ৷

জ্বলছে ঘাতক ডাম্পার৷ (নিজস্ব চিত্র)

তিনি জানিয়েছেন, দ্রুতগতিতে একটি গাড়ি যাচ্ছিল ৷ সেই সময় একটি বাইকে ধাক্কা মারে গাড়িটি৷ বাইকে দু’জন ছিলেন ৷ তাঁরা গাড়ির নিচে পড়ে যান ৷ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ তাঁদের হাসপাতালে নিয়ে যায় ৷

ওই এলাকায় বেপরোয়া যান চলাচল নিয়ে প্রশ্ন করা হয় রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারকে ৷ তিনি বলেন, ‘‘আমি এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি । এখানে ট্রাফিক কিয়স্কের ব্যবস্থা করা হচ্ছে ৷ ট্রাফিকের একজন অফিসার রাখা হবে এই কিয়স্কে ৷ পাশাপাশি স্পিড বেকার বসানোর ব্যবস্থা করা হবে ৷’’

ABOUT THE AUTHOR

...view details