পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিন রাজ্যের যুবককে কুপিয়ে খুন, চাঞ্চল্য হাওড়াতে - HOWRAH MURDER CASE

চেয়ার তৈরির কারখানায় ঢুকে ভিন রাজ্যের শ্রমিককে খুন ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার বাঁকড়ায় ৷

HOWRAH MURDER CASE
ভিন রাজ্যের যুবককে কুপিয়ে খুন (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2025, 2:25 PM IST

হাওড়া, 31 জানুয়ারি: হাওড়ার বাঁকড়ায় চাঞ্চল্যকর ঘটনা ৷ চেয়ার তৈরির কারখানায় ঢুকে ভিন রাজ্যের যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকড়া থানার পুলিশ ৷

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ৷ স্থানীয় সূত্রে খবর, হাওড়ার বাঁকড়া মণ্ডল পাড়ায় চেয়ার তৈরির কারখানায় খুন করা হয় ওই যুবককে । স্থানীয় বাসিন্দাদের দাবি, কিছুদিন আগেই ভিন রাজ্য থেকে দু'জন এখানে কাজ করতে আসেন । দু'জনে কারখানায় থাকতেন । বৃহস্পতিবার রাতে নিজেদের মধ্যে বচসা হয় । বচসার মধ্যেই একজন অপরজনকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে বলে অভিযোগ।

ভিন রাজ্যের যুবককে কুপিয়ে খুন (ইটিভি ভারত)

ঘটনায় অভিযুক্ত যুবকও যথেষ্ট আহত হন বলে জানা গিয়েছে ৷ চিকিৎসার জন্য তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় । এরপরই থানায় খবর দেন স্থানীয়রা ৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ তদন্তের জন্য ঘটনাস্থলে আসে ডোমজুর ও বাঁকড়া থানার পুলিশ ।

ঘটনায় সাধারণ বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ৷ এলাকায় উত্তেজনা প্রশমিত রাখার জন্য পরে বাধ্য হয়ে ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয় । এলাকায় মোতায়েন করা হয় র‌্যাফও । সিল করে দেওয়া হয় কারখানাটিকে ৷ পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের বাসিন্দা জার্জিস আনসারি ও ফৌম আনসারি 10 দিন আগে এখানে কাজ করতে আসে । কারখানাতেই থাকত দু'জনে। তবে দু'জনের মধ্যে কী নিয়ে গন্ডগোল হয়, তা এখনও জানা যায়নি । এই ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে । এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ।

পড়ুন:বাইপাসের ধারে আক্রান্ত তরুণীর মৃত্যু, পরকীয়ার জেরেই হামলা

ABOUT THE AUTHOR

...view details