পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চিনে গন্ডারের শিং পাচারের ছক, নকশালবাড়ি থেকে গ্রেফতার অভিযুক্ত - Rhino Horn Poaching - RHINO HORN POACHING

Rhino Horn Poaching: নেপাল থেকে চিনে পাচারের ছক ৷ এসএসবি জওায়ন ও বন বিভাগের যৌথ অভিযানে উদ্ধার গন্ডারের সিং ৷ গ্রেফতার অভিযুক্ত ৷ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয় ৷

Rhino Horn Poacher
গন্ডারের শিং-সহ গ্রেফতার পাচারকারী (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 24, 2024, 10:28 AM IST

দার্জিলিং, 24 জুন: পাচারের আগেই উদ্ধার গন্ডারের শিং ৷ গ্রেফতার অভিযুক্ত পাচারকারী ভিন রাজ্য়ের ৷ নেপাল থেকে চিনে পাচারের ছক কষা হয়েছিল গন্ডারের শিংটি ৷ কিন্তু বন বিভাগ ও এসএসবি জওয়ানরদের তৎপরতায় গন্ডারের সিংটি নেপালে পাচারের আগেই উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং বন বিভাগের টুকুপরিয়াঝার বন বিভাগের কাছে আগে থেকেই খবর ছিল ৷ সেই মতোই রবিবার শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের সাতভাইয়া টোলপ্লাজা এলাকায় ফাঁদ পাতে এসএসবি-র 41 নম্বর ব্যাটেলিয়নেট জওয়ানরা ও টুকুরিয়াঝার বন বিভাগের কর্মীরা। অভিযানের সময়েই সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে। ওই ব্যক্তির কাছে তল্লাশি চালিয়ে একটি গন্ডারের শিং উদ্ধার হয়। উদ্ধার হওয়া শিংয়ের ওজন 1.25 কেজি। গ্রেফতার করা হয় অভিযুক্ত অজিত কুমার সিং-কে ৷ নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাকে ৷ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে সে মণিপুরের বাসিন্দা। উদ্ধার হওয়া গন্ডারের শিং পরীক্ষার জন্য জুয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াতে পাঠানো হয়েছে। ধৃতকে জেরা করে এই ঘটনায় আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে।

পাশাপাশি, ধৃতকে রিমান্ডে এনে এই চক্রের খোঁজ শুরু করা হবে বলে জানান কার্শিয়াংয়ের ডিএফও দেবেশ পান্ডে। ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। তবে বন আধিকারিকদের প্রাথমিক অনুমান, অসমের কোনও জঙ্গলে গন্ডারকে মেরে তার শিং সংগ্রহ করা হয়েছিল। বিশেষজ্ঞরা জানিয়েছেন, শিংটি বেশ কয়েকমাস পুরনো । শিংটি নেপাল হয়ে চিনে পাচারের ছক কষে ছিল পাচারকারী ৷

ABOUT THE AUTHOR

...view details