পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আড়াই ঘণ্টা পিছল মুখ্যমন্ত্রীর তারাপীঠের সভা! তীব্র গরমে জল সংকট, ক্ষুব্ধ দলের কর্মী-সমর্থকরা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mamata's Public Meeting Delayed: প্রায় আড়াই ঘণ্টা পিছিয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ৷ তীব্র দাবদাহে চরম জল কষ্ট দেখা দিয়েছে সেখানে ৷ জলের পাউচ বিলি করা সত্ত্বেও, তা পর্যাপ্ত নয় ৷ ফলে ভোগান্তিতে পড়েছেন সমর্থকরা ৷

Birbhum Lok Sabha Constituency
বীরভূম লোকসভা কেন্দ্র

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 2:15 PM IST

তারাপীঠ, 23 এপ্রিল: 'কেষ্টহীন' বীরভূমে মঙ্গলবার নির্বাচনী প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারাপীঠে জনসভা করবেন তিনি ৷ সেই সভাকে কেন্দ্র করে দলের কর্মী-সমর্থকদের মধ্যে এবার দেখা দিল ক্ষোভ ৷ মালদায় সাংগঠনিক বৈঠক সেড়ে তারাপীঠে আসবেন তিনি ৷ সেকারণে প্রায় আড়াই ঘণ্টা পিছিয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ৷ এদিকে তীব্র দাবদাহে চরম জলকষ্ট দেখা দিয়েছে সেখানে ৷ জলের পাউচ বিলি করা সত্ত্বেও, তা পর্যাপ্ত নয় ৷ ফলে ভোগান্তির শিকার দলের কর্মী-সমর্থকরা ৷ স্বাভাবিকভাবেই ক্ষোভ দেখা দেয় তাঁদের মধ্যে ৷ পরিস্থিতি সামাল দিতে মঞ্চ থেকে জলের সমস্যা মেটানোর আশ্বাস দেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায় ৷

অনুব্রতহীন বীরভূমে এই প্রথম লোকসভা নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে তারাপীঠের কড়কড়িয়া মাঠে সভা করবেন তিনি । এদিন প্রথমে সাড়ে 11 টায় সভা শুরুর কথা ছিল ৷ সেই মত প্রায় 10টা থেকে সভায় আসতে শুরু করেন কর্মী-সমর্থকেরা ৷ সভা মঞ্চের সামনে বসানো হয় মহিলাদের ৷ এরপরই হঠাৎ করে তৃণমূলের সভা আড়াই ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় ৷ আর তাতেই শুরু হয় সমস্যা ৷

গত কয়েক দিন ধরে বীরভূমে তাপমাত্রা 41 থেকে 44 ডিগ্রির আসে পাশে ঘোরা ফেরা করছে ৷ আজ তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকভাবেই তীব্র দাবদাহে চরম ভোগান্তির শিকার হন সভায় আগত মানুষজন । তার উপর জলকষ্টে ক্ষুব্ধ সকলে ৷ জলের প্ল্যাস্টিকের পাউচ দেওয়া হলেও তা পর্যাপ্ত নয় ৷ এই গরমে সকাল 10টা থেকে বসে থাকা সমর্থকেরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন ৷ জলের হাহাকারে কার্যত উঠে যেতে থাকেন মহিলারা ৷ পুলিশ কর্মীরা কোনও রকমে বুঝিয়ে কর্মী-সমর্থকদের সভা ছেড়ে না যাওয়ার অনুরোধ করেন ৷ অবশেষে সভা মঞ্চ থেকে বিধানসভার ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায় জলের ব্যবস্থা করার আশ্বাস দেন ৷ সেইসঙ্গে মানুষজনকে শান্ত হয়ে বসার অনুরোধ করেন ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details