কলকাতা, 25 জানুয়ারি: দেশকে ও রাজ্যকে সম্মানিত করেছে এমন ক্রীড়াবিদদের চাকরি দিতে বিশেষ আইন করতে চাইছে রাজ্য সরকার । বৃহস্পতিবার ধনধান্য অডিটরিয়ামে ন্যাশনাল গেমস ও এশিয়াডে দেশকে সম্মানিত করা ক্রীড়াবিদদের সম্মান জানায় রাজ্য সরকার । সেখানেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানান ৷
তাঁর কথায়, দেশকে তথা রাজ্যকে বিভিন্ন ক্ষেত্রে সম্মান এনে দেওয়া ক্রীড়াবিদদের চাকরি দিতে চায় রাজ্য । এর জন্য একটা আইনি সংস্থান করতে চলেছেন তাঁরা । ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ মুখ্যসচিবকে কাগজপত্র তৈরি করার নির্দেশ দিয়েছেন ।
একই সঙ্গে এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়াবিদদের মধ্যে যাঁরা চাকরি করতে ইচ্ছুক, তাঁদের বায়োডাটা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে জমা দেওয়ার কথা বলেন তিনি । রাজ্য সরকার তাঁদের পুলিশে চাকরির ব্যবস্থা করতে চায় । এই নিয়ে সচিবালয় অফিসে একটি পৃথক ডেস্ক থাকবে । যে ক্রীড়াবিদরা উচ্চশিক্ষিত, তাঁদের জন্য অন্যক্ষেত্রে চাকরির ব্যবস্থাও করা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।