দার্জিলিং, 13 নভেম্বর:দার্জিলিঙে দাঁড়িয়ে 'উন্নয়নের টাকা না দেওয়া' নিয়ে আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার দার্জিলিঙে সরস মেলার মঞ্চে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকে নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি । তবে একবারও এই মঞ্চ থেকে সরাসরি বিজেপি সাংসদ বা বিজেপি দলের নাম মুখে আনেননি বাংলার প্রশাসনিক প্রধান ।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, "ওরা আমাদের টাকা দেয় না । ভোটের সময় ভোট নিয়ে চলে যায় । তারপর বলে ইয়ে করেঙ্গে, উও করেঙ্গে । হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে...লেকিন কুছ নেহি করতে হে ।"
পাহাড়ে বিজেপিকে নিশানা মমতার (নিজস্ব ভিডিয়ো) মমতার কথায়, "আমরা লোকসভা নির্বাচনে লামা সাহেবকে প্রার্থী করেছিলাম । যিনি প্রাক্তন এডিএম ছিলেন । তাঁকে আমরা দাঁড় করিয়েছিলাম । কিন্তু তিনি জিততে পারেননি । কী করে তিনি জিতবেন, তিনি তো মিথ্যা প্রতিশ্রুতি দেন না । এখন অনেক বেশি মিথ্যে জারিজুরি ও ফেক নিউজের জামানা । ন্যারেটিভ বেশি হয়ে গিয়েছে । যিনি জিতেছেন, তাঁর কাছে অনেক টাকা আছে । ভোটের সময় ওঁরা আসেন, টাকা বিলি করেন । কিন্তু আপনাদের হাসপাতালের জন্য তিনি কিছু করবেন না । আপনারা যখন খাবার পাচ্ছেন না, তখন তিনি কিছু করবেন না । যখন পানীয় জলের প্রয়োজন, তখন তাঁকে পাওয়া যাবে না ।"
নাম না-করেও বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, "ওঁরা নির্বাচনের জন্য একদিন কাজ করেন । কিন্তু আমরা 365 দিন আপনাদের পাশে থাকি, আপনাদের জন্য কাজ করি ।" এদিন জিটিএ প্রধানকে সমর্থন করে মুখ্যমন্ত্রী বলেন, "আমি চাই দার্জিলিং এবং কালিম্পঙে অনিত থাপার দল এগিয়ে যাক । পাঁচ বছর পরে কেউ কেউ পাহাড়ে আসেন । মানুষের জন্য কাজ না-করে তাঁরা গুলি চালিয়ে বোমা ফেলে পাহাড়কে উত্তপ্ত করার চেষ্টা করেন । এই অবস্থায় দোকান বন্ধ হয়ে যায়, হোটেল বন্ধ হয়ে যায় । টুরিস্ট আসে না ।"
মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট করে দিয়েছেন যে, পাহাড়ে অশান্তি তিনি চান না । তিনি চান পাহাড়ে শান্তি বজায় থাকুক । তিনি উন্নতি চান, পাহাড়ের ভালো চান । তাঁর কথায়, "যাঁরা অশান্তি চান তাঁদের সঙ্গে আমাদের তফাৎ এখানেই । আর এই তফাৎ থাকবেই । পাহাড়ে হিল ইউনিভার্সিটি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে, প্রেসিডেন্সি সেকেন্ড ক্যাম্পাসও শুরু হতে চলেছে । ফলে এই উন্নতি আমি চাই ।"
প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে এটা স্পষ্ট যে, তিনি দার্জিলিঙের বর্তমান সাংসদ রাজু বিস্তাকে নিশানা করেছেন । একইভাবে এদিন তিনি সরাসরি পাহাড়ে বারবার বনধের নামে উত্তাপ তৈরি করার চেষ্টা করা বিমল গুরুঙকেও নাম না-করে বার্তা দিয়েছেন । একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে তাঁকে দেখা গেলেও সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন দিয়েছিলেন বিমল গুরুংরা । আর তাই এদিন তাঁদের নিয়েও পরোক্ষে সমালোচনার সুর শোনা গেল মমতার গলায় । এক্ষেত্রে তাঁর স্পষ্ট বার্তা, পাহাড়ের অশান্তির পরিবেশে কোনওভাবেই সমর্থন করবেন না তিনি । বরং তাঁর সমর্থন সবসময় থাকবে উন্নয়ন এবং শান্তির দিকে ।