পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঝাড়খণ্ডের জলে প্লাবিত বাংলা, হেমন্ত সোরেনের সঙ্গে কথা বললেন মমতা - Mamata speaks to Jharkhand CM - MAMATA SPEAKS TO JHARKHAND CM

Mamata speaks to Jharkhand CM: ঝাড়খণ্ডের তেনুঘাট জলাধার থেকে জল ছাড়ার ফলে প্লাবিত বাংলা ৷ এই নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV BHARAT
হেমন্ত সোরেনের সঙ্গে কথা বললেন মমতা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 4, 2024, 2:17 PM IST

Updated : Aug 4, 2024, 2:36 PM IST

কলকাতা, 4 অগস্ট:রাজ্যের বন্যা পরিস্থিতিতে অত্যন্ত আশঙ্কিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ঝাড়খণ্ডের তেনুঘাট জলাধার থেকে লাগাতার জল ছাড়ার ফলে বাংলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত । এই অবস্থায় রবিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে কথা বললেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে । আজ তাঁদের কথা বলার এই বিষয়টি নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যবাসীকে জানিয়েছেন মমতা ।

গতকাল থেকেই ক্রমাগত ডিভিসির ছাড়া জলে বানভাসি হচ্ছিল বাংলা । এই অবস্থায় গতকাল সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বন্যা পরিস্থিতি খুব কাছ থেকেই নজর রাখছেন । দফায় দফায় তিনি রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে কথা বলছেন । আর সেই জায়গা থেকে আজ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা বলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

এদিন কী লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ? তিনি লেখেন, একটু আগেই তাঁর সঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কথা হয়েছে এবং তাঁর সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, "আমি তাঁর সঙ্গে তেনুঘাট থেকে আকস্মিক এবং বিপুল পরিমাণে জল ছাড়ার ঘটনা নিয়ে আলোচনা করেছি ৷ ইতিমধ্যেই এই জল বাংলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে ।"

এদিন বাংলার এই বন্যা পরিস্থিতিকে ফের ম্যানমেড বলে আখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায়, ঝাড়খণ্ডের জলে বাংলা প্লাবিত এবং এই প্লাবন ম্যানমেড বা মানুষের তৈরি ! তিনি এই পরিস্থিতি যাতে আরও ভয়াবহ না-হয়, সেই জন্য জল ছাড়া আর বিষয়টিতে হস্তক্ষেপের জন্য হেমন্ত সোরেনকে অনুরোধ করেছেন । এদিন বন্যা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "আমি ইতিমধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত ডিএম-এর সঙ্গে কথা বলেছি । আমি ডিএমদের বিশেষভাবে সতর্ক থাকতে বলেছি এবং আগামী 3/4 দিনের মধ্যে বিপর্যয় পরিস্থিতির যথাযথ যত্ন নিতে বলা হয়েছে । কোথাও যেন কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে, সেজন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে ।"

প্রসঙ্গত এদিনও দফায় দফায় ডিভিসির বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার খবর এসেছে । গতকালই দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যানকে জল ছাড়ার আগে রাজ্যের সেচ দফতরের সঙ্গে আলোচনা করেই জল ছাড়ার জন্য অনুরোধ করা হয়েছিল । তারপর আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বৈঠক পরিস্থিতির কোনও বদল আনে কি না, সেটাই এখন দেখার ।

Last Updated : Aug 4, 2024, 2:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details