হাওড়া, 7 ফেব্রুয়ারি: প্রশাসনিক সভার মঞ্চ থেকে সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলিতে বাংলা এক নম্বরে ছিল বলেই কেন্দ্রের মোদি সরকার বাংলার জন্য টাকা বন্ধ করে দিয়েছে ৷
বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা করেন হাওড়ায় ৷ ওই সভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ৷ ফের অভিযোগ করেন যে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ দেওয়া নিয়ে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার ৷ তাঁর দাবি, একশো দিনের কাজ, গ্রামীণ রাস্তা, বাংলার বাড়ি প্রকল্পে এক নম্বরে ছিল বলেই বাংলার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে ৷
একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে একশো দিনের কাজের 21 লক্ষ জবকার্ড হোল্ডার কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছেন ৷ সেই 21 লক্ষকে মানুষকে তিনি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ এর জন্য রাজ্য সরকারের হাজার কোটি টাকা খরচ হবে ৷ এত খরচ সত্ত্বেও কেন রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, তার ব্যাখ্যাও এ দিন শোনা গিয়েছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের ভাষণে ৷ মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘গরিব মানুষের জন্য যদি কিছু করতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করি ৷ সাধারণ মানুষের জন্য কিছু করতে পারলে, তাহলে নিজেকে ধন্য মনে করি ৷’’