পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্রীয় প্রকল্পে বাংলা এক নম্বরে ছিল বলেই টাকা বন্ধ করা হয়েছে, অভিযোগ মমতার

Mamata Banerjee: বুধবার হাওড়ায় প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভা থেকে তিনি একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন ৷ তাঁর দাবি, কেন্দ্রীয় প্রকল্পে বাংলা এক নম্বরে ছিল বলেই টাকা বন্ধ করা হয়েছে ৷

Mamata Banerjee
Mamata Banerjee

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 3:47 PM IST

Updated : Feb 7, 2024, 4:02 PM IST

হাওড়া, 7 ফেব্রুয়ারি: প্রশাসনিক সভার মঞ্চ থেকে সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলিতে বাংলা এক নম্বরে ছিল বলেই কেন্দ্রের মোদি সরকার বাংলার জন্য টাকা বন্ধ করে দিয়েছে ৷

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা করেন হাওড়ায় ৷ ওই সভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ৷ ফের অভিযোগ করেন যে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ দেওয়া নিয়ে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার ৷ তাঁর দাবি, একশো দিনের কাজ, গ্রামীণ রাস্তা, বাংলার বাড়ি প্রকল্পে এক নম্বরে ছিল বলেই বাংলার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে ৷

একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে একশো দিনের কাজের 21 লক্ষ জবকার্ড হোল্ডার কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছেন ৷ সেই 21 লক্ষকে মানুষকে তিনি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ এর জন্য রাজ্য সরকারের হাজার কোটি টাকা খরচ হবে ৷ এত খরচ সত্ত্বেও কেন রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, তার ব্যাখ্যাও এ দিন শোনা গিয়েছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের ভাষণে ৷ মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘গরিব মানুষের জন্য যদি কিছু করতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করি ৷ সাধারণ মানুষের জন্য কিছু করতে পারলে, তাহলে নিজেকে ধন্য মনে করি ৷’’

এ দিনের ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আমলে হওয়া বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরেন ৷ সেই প্রকল্পগুলি কিভাবে মানুষের উপকারে এসেছে, সেই ব্যাখ্য়াও দেন৷ পাশাপাশি তিনি হাওড়ার কথা উল্লেখ করেন ৷ তিনি জানান, এক সময় হাওড়াকে প্রাচ্যের ম্য়ানচেস্টার বলা হত ৷ কিন্তু বাম আমলে এই জেলার পরিস্থিতি বেহাল হয়ে যায় ৷ কিন্তু তাঁর জমানায় হাওড়ার হাল ঠিক করা হয় বলে তিনি দাবি করেন ৷

পাশাপাশি তিনি দাবি করেন যে মানুষের জন্য লড়াই তিনি থামাবেন না ৷ তিনি বলেন, ‘‘আমার নাম আন্দোলন ৷ আমার নাম সংগ্রাম ৷ আমার জন্ম আন্দোলনের মধ্য দিয়ে ৷ আমার মৃত্যুও হবে আন্দোলনের মধ্যে দিয়ে ৷’’ একই সঙ্গে আগামিদিনে বাংলার জন্য অনেক কিছুই করবেন বলে জানান ৷ কিছুটা রহস্য রেখে তিনি বলেন, ‘‘আগামিদিনে কী কী করব, শুনলে চমকে যাবেন ৷’’

অন্যদিকে সাধারণ মানুষের অধিকার রক্ষার বার্তা দিতে গিয়ে তিনি বলেন, ‘‘আমি আপনাদের পাহারাদার ৷ আমি জমিদার নই, জোতদার নই ৷ সরকারি থাকি আপনাদের পাহারাদার হিসেবে ৷’’

আরও পড়ুন:

  1. আমায় জেলে পুরে দিলেও জেল ফুটো করে বেরিয়ে আসব, হুঁশিয়ারি মমতার
  2. বিজেপির মুখে সিএএ-র কথা আসলে ভোটের রাজনীতি, দাবি মমতার
  3. 'আমরা গেরুয়া রঙ করব না', কেন্দ্রকে ঠুঁটো জগন্নাথ বলে তোপ মমতার
Last Updated : Feb 7, 2024, 4:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details