পিংলা, 26 এপ্রিল: 2014 সাল থেকে ঘাটালের সাংসদ অভিনেতা দেব ৷ এবারও তিনি ওই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৷ এবার দেব জিতলে মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালবাসীর দীর্ঘ অপেক্ষার শেষ হবে বলে প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷
শুক্রবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী ৷ সেই সভার মঞ্চ থেকে এই প্রতিশ্রুতি দেন তিনি ৷ জানান, দেব-জুন জিতলে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবেন ৷ এ দিন মমতা যেখানে সভা করেন, সেই এলাকা ঘাটাল লোকসভার মধ্যেই পড়ে ৷ ফলে তিনি যখন মাস্টার প্ল্যান নিয়ে এই প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই সময় মঞ্চেই উপস্থিত ছিলেন দেব ৷
বন্যার হাত থেকে রক্ষা করার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘ কয়েক দশক ধরে উঠছে ৷ প্রতিটি ভোটেই এই মাস্টার প্ল্যানের বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রতিটি রাজনৈতিক দলই দেয়৷ তৃণমূলও গত দু’বার দিয়েছে ৷ সেটাই আবার শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ৷ একই সঙ্গে তিনি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়া নিয়ে দায় চাপিয়েছেন কেন্দ্রের উপরই ৷
ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে পশ্চিম মেদিনীপুরের বড় অংশে তার প্রভাব পড়বে ৷ সেই কারণেই জুন মালিয়ার প্রসঙ্গও পিংলার সভা থেকে তোলেন ৷ দেবের সঙ্গে জুনের হয়েও ভোট চেয়ে নেন ৷ পাশাপাশি ঝাড়গ্রাম লোকসভা আসনেও তৃণমূলকে জেতানোর আহ্বান জানান তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘এবার দেব জিতলে, জুন জিতলে, ঝাড়গ্রামে জিতলে, আমি মেদিনীপুরকে উপহার দেব ঘাটাল মাস্টার প্ল্যান ৷’’
এছাড়া এ দিন বিজেপিকে নানা ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ করেন ৷ বিজেপির বিরুদ্ধে দেশ বিক্রি করে দেওয়ার অভিযোগ করেন তিনি ৷ ধর্মও বিজেপি বিক্রি করে দিচ্ছে বলে তাঁর অভিযোগ ৷ আরও একবার কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হন কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনার অভিযোগ তুলে ৷ তাঁর দাবি, একশো দিনের কাজে বাংলায় কোনও দুর্নীতি হয়নি ৷ পুরোটাই বিজেপির ষড়যন্ত্র ছিল ৷