পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সবকিছু ঠিকঠাক থাকলে ক্ষমতায় ফিরবেন না মোদি: শেষদিনের প্রচারে বললেন মমতা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mamata Banerjee on BJP: শেষ হল লোকসভা নির্বাচনের প্রচার ৷ রাজ্যের প্রতিটি কেন্দ্রের জন্যই প্রচার করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বারবার তিনি বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন ৷ শেষ বেলার প্রচারেও আগাগোড়া বিজেপিকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Banerjee Election campaign
শেষদিনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : May 30, 2024, 9:40 PM IST

কলকাতা, 30 মে: "শনিবার পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলে বিজেপি ক্ষমতায় আসছে না", শেষ দফার প্রচারে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 6 দফার ভোট মিটেছে ৷ বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের শেষ দফার প্রচারও মিটেছে ৷ একেবারে শেষ বেলায় এবারের লোকসভা নির্বাচন নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

1 জুন লোকসভার শেষ তথা সপ্তম দফার ভোট ৷ তার প্রচারে বৃহস্পতিবার দীর্ঘ 12 কিমি পথ মিছিলে হাঁটেন তৃণমূল সুপ্রিমো । যাদবপুরের সুকান্ত সেতু থেকে আলিপুরের গোপালনগর মোড় পর্যন্ত পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন যাদবপুর ও কলকাতা দক্ষিণ লোকসভা আসনের দুই প্রার্থী যথাক্রমে সায়নী ঘোষ ও মালা রায় । ছিলেন ফিরহাদ হাকিম, মহুয়া মৈত্র, দেবাশিস কুমার, চন্দ্রিমা ভট্টাচার্য ও অরূপ বিশ্বাস-সহ তৃণমূল কংগ্রেসের প্রথম সারির রাজ্য নেতৃত্বও । আড়াই ঘণ্টার দীর্ঘ মিছিলের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সবকিছু ঠিকঠাক থাকলে বিজেপি আর ক্ষমতায় আসছে না ।"

তাঁর কথায়, "সবকিছুর একটা লক্ষ্মণ রেখা থাকা উচিত ৷ আর সেই কারণে ভদ্রতা রক্ষা করে চলি আমরা । এই মুহূর্তে দেশের মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া । কালো টাকা ফিরিয়ে দেওয়া হবে বললেও কাউকে তা দেওয়া হয়নি । মিথ্যা কথা বলা হচ্ছে, বিনা পয়সায় রেশন দেবে ওরা । সবটাই আমরা দিচ্ছি । একটা পয়সাও দেওয়া হয় না । জিএসটির নামে বরং সব টাকা তুলে নিয়ে যায় ওরা । রেশন, জল, বিদ্যুৎ সাপ্লাই আমরা করি । কিন্তু ওরা মিথ্যা প্রচার করছে । বলা হচ্ছে বিনা পয়সায় গ্যাস দেওয়া হবে । কোথা থেকে গ্যাস দেবে ওরা ! সেই 15 লক্ষ টাকা দেওয়ার মতোই মিথ্যা বলা হচ্ছে । এত মিথ্যাচার আমি আগে কোনও প্রধানমন্ত্রীর কাছ থেকে দেখিনি ।"

মিছিল শেষে কুণাল-সুদীপকে আলাদা ডেকে কী বললেন মমতা !

এদিন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কন্যাকুমারীতে ধ্যানে বসা নিয়েও কটাক্ষ করেছেন । তিনি বলেন, "চেয়ারের একটা দাম আছে । উনি কোথাও না কোথাও বসে পড়েন আর 48 ঘণ্টা ধরে পাবলিসিটি খান । আপনি ধ্যান করবেন করুন না । কিন্তু ক্যামেরা সঙ্গে নিয়ে কেন ! মুখোমুখি প্রশ্ন করেছেন, সমস্ত প্রচার বন্ধ হয়ে যাওয়ার পর কেন এটা চলবে ! ভোটের গণনায় প্রথমে যাই হোক ভয় পাবেন না । নিজের উপর আস্থা রাখবেন । সব ভালো হবে । মোদি যাক দেশ থাক । মোদি যাক সংবিধান থাক, গণতন্ত্র থাক ।"

ABOUT THE AUTHOR

...view details