পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'দল সিদ্ধান্ত নেবে, আমি নয়', উত্তরসূরি নিয়ে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের - MAMATA BANERJEE

মমতা বন্দ্যোপাধ্যায় দলে তাঁর আধিপত্যের বিষয়কে কার্যত উড়িয়ে দিয়েছেন ৷

MAMATA BANERJEE
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2024, 1:17 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর: তৃণমূলে প্রবীণ নেতা এবং যুবদের মধ্যে অভ্যন্তরীণ লড়াইয়ের মধ্যেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর উত্তরসূরি কে হবেন সে সম্পর্কে যে কোনও সিদ্ধান্ত দল নেবে ৷ নেতৃত্বের পরিবর্তে যৌথভাবে নেওয়া হবে।

শুক্রবার এক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় দলে তাঁর ব্যক্তিগত আধিপত্যের বিষয়কে কার্যত উড়িয়ে দিয়েছেন ৷ তিনি জোর দিয়ে বলেন, "আমি দল নই, আমরা দল। এটি একটি যৌথ পরিবার ৷ সিদ্ধান্তগুলিও সম্মিলিতভাবে নেওয়া হবে।" তাঁর সম্ভাব্য উত্তরসূরি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মমতা পাল্টা প্রশ্ন দিয়ে প্রশ্নটি সরিয়ে দেন, "আপনার উত্তরসূরি কে ?" তিনি স্পষ্ট করতে গিয়ে জানান, তৃণমূল একটি সুশৃঙ্খল দল ৷ যেখানে কোনও ব্যক্তি শর্ত দেবে না। তাঁর কথায়, "দল জনগণের জন্য কোনটি সেরা তা নির্ধারণ করবে। আমাদের বিধায়ক, সাংসদ, বুথ কর্মী আছে, এটি একটি যৌথ প্রচেষ্টা ৷"

দলে পুরণো বনাম নতুন নিয়ে বিতর্কের বিষয়ে মমতা একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রেখে বলেন, "সবাই গুরুত্বপূর্ণ। আজকের নবাগত আগামিকালের অভিজ্ঞ হবেন। যদিও তৃণমূল আনুষ্ঠানিকভাবে কোনও উত্তরাধিকার পরিকল্পনা ঘোষণা করেনি ৷ মমতার এই বক্তব্যটি পুরনোদের সঙ্গে নবীনদের সংঘর্ষের মধ্যে এসেছে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৃণমূলের সাধারণ সম্পাদক। 2019 সাল থেকে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা হিসাবে কাজ করছে I-PAC ৷

মমতা বলেন, "কিছু কৌশলবিদ ঘরে বসে জরিপ করে এবং পরে সেগুলি পরিবর্তন করে। তারা জিনিসগুলি সাজাতে পারে কিন্তু ভোটারদের টানতে পারে না। বুথ কর্মীরাই জানে যারা গ্রাম এবং লোকেদের প্রকৃতপক্ষে নির্বাচনে জয়ী হয় ৷" তিনি যোগ করেন, "তারা কারিগরদের মতো যারা কাজ করে। অর্থের বিনিময়ে তাদের কাজ কিন্তু তারা জিতেছে না।" (পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details