পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহালয়াতেই সশরীরে কলকাতার 6 পুজো ও ভার্চুয়ালি জেলার 320 পুজোর উদ্বোধন মমতার - Mamata Inaugurates Durga Puja

Mamata Inaugurates Durga Puja: মহালয়াতেই সশরীরে কলকাতার 6টি পুজো ও ভার্চুয়ালি জেলার 320টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রতি বছরের মতো করলেন দেবীর চক্ষুদান ৷ আজ তিনি শহরে কোন কোন পুজোর উদ্বোধন করলেন, দেখে নিন ৷

ETV BHARAT
মহালয়ায় পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2024, 8:25 PM IST

কলকাতা, 2 অক্টোবর:পিতৃপক্ষের অবসানের দিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করলেও, দেবীপক্ষ শুরু না-হওয়ায় মণ্ডপ বা প্রতিমার উন্মোচন করেননি ৷ তবে মহালয়া থেকে পুরোদমে রাজ্যে দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন দুপুরে হাতিবাগান সর্বজনীন দিয়ে 2024 সালের দুর্গাপুজোর উদ্বোধন শুরু করেন তিনি । আর এদিনের মতো তিনি পুজো উদ্বোধন শেষ করলেন চেতলা অগ্রণী ক্লাব দিয়ে । সশরীরে হাজির হওয়ার পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমেও এদিন দুর্গাপুজোর উদ্বোধন করেন মমতা ।

কলকাতার পুজোর মধ্যে এদিন হাতিবাগান সর্বজনীন, সেলিমপুর পল্লি, বাবুবাগান, 95 পল্লি, যোধপুর পার্ক এবং চেতলা অগ্রণীর পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । এর পাশাপাশি জেলার 320টি পুজোরও উদ্বোধন করেন তিনি । দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে কোচবিহার, প্রত্যেক জেলার পুজো তাতে ছিল । এদিন চেতলা অগ্রণী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে যে পুজোগুলি উদ্বোধন করলেন তার প্রায় প্রত্যেকটিতেই পুজোয় মানুষকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

দুর্গাপুজোর উদ্বোধনে মমতা (নিজস্ব চিত্র)

এবার উৎসবের মাঝেই উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলা বন্যা দুর্গত । এই অবস্থায় পুজোমণ্ডপে থাকা জনপ্রতিনিধিদের থেকে বন্যা পরিস্থিতি নিয়েও খবরাখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী । বর্তমান পরিস্থিতিতে রাজ্যের সাধারণ মানুষকে দুর্গত মানুষদের সাহায্য করার কথাও বলেন তিনি । এদিন চেতলা অগ্রণী ক্লাবে প্রত্যেক বছরের মতোই দেবী দুর্গার চোখ এঁকেছেন মুখ্যমন্ত্রী ।

চেতলা অগ্রণী ক্লাবে দেবীর চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী (নিজস্ব চিত্র)

তবে এই ক্লাবে বারংবার মুখ্যমন্ত্রীর কথায় ফিরে ফিরে এসেছে সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রের প্রসঙ্গ । মুখ্যমন্ত্রী বলেন, প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র তাঁকে ভীষণ স্নেহ করতেন । এদিন এই পুজো মণ্ডপেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কীভাবে প্রাক্তন ডেপুটি মেয়রের স্মরণসভায় নির্মলা মিশ্রকে তিনি পিছনে বসে গান সাজেস্ট করেছিলেন, কীভাবে তাঁকে গানের কথা মনে করিয়ে দিয়েছিলেন ।

মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন চেতলা অগ্রণী ক্লাবে এসে ঘুরে যেতে বলেন মেয়র ফিরহাদ হাকিম । তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ থাকাকালীন তাঁর সাংসদ কোটার অর্থে একের পর এক উন্নয়নের কাজ হয়েছে এই এলাকায় । ফিরহাদের দাবি, সেই কাজের পরই বর্তমানে কলকাতার এমন একটি ক্লাবের রূপান্তরিত হয়েছে চেতলা অগ্রণী যা অন্যত্র কোথাও নেই । তবে মুখ্যমন্ত্রী মেয়রকে স্মরণ করিয়ে দিয়েছেন, এই সমস্ত পরিষেবা যেন ক্লাবের টাকা উপার্জনের মাধ্যম না হয় । বরং তা সাধারণ মানুষের সেবার জন্যই যেন ব্যবহার হয় ।

ABOUT THE AUTHOR

...view details