পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চুক্তিভিত্তিক শিক্ষকদের অবসরকালীন ভাতা বাড়ল, মিলবে 5 লাখ টাকা - Retirement Allowance

WB Government Increases Retirement Allowance: অবসরকালীন ভাতা বেড়ে হল পাঁচ লাখ টাকা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এক্স হ্যান্ডেলে বড় ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ৷ কারা কারা পাচ্ছেন এই সুবিধা?

Retirement Allowance
বাড়ল অবসরকালীন ভাতা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 4, 2024, 8:51 PM IST

কলকাতা, 4 জুলাই: পুজোর আগেই খুশির খবর অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ৷ রাজ্যের উচ্চমাধ্যমিকে চুক্তিভিত্তিক শিক্ষক, সহ-শিক্ষক, এসএসকে এবং এমএসকে শিক্ষক, আশাকর্মী, স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়ারি কর্মী, সিভিক ভলান্টিয়ার, হোম গার্ড ভলান্টিয়ারদের অবসরকালীন ভাতার পরিমাণ বাড়ালো রাজ্য সরকার ৷ এতদিন অবসরের সময় অর্থাৎ 60 থেকে 65 বছরের মধ্যে কোনও ব্যক্তি অবসর নিলে, তাঁকে দেওয়া হতো দু-তিন লাখ টাকা। এবার বাড়ানো হল সেই টাকার পরিমাণ ৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে, জানিয়েছেন ভাতার পরিমাণ বাড়িয়ে করা হয়েছে পাঁচ লাখ টাকা।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে দুটি ছবি শেয়ার করেন ৷ সঙ্গে লেখা, "সুসংবাদ! পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীন সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর! মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বছরের 1 এপ্রিল থেকে তাঁদের অবসরকালে এককালীন ভাতার পরিমাণ এখন বাড়িয়ে 5 লাখ করা হল ৷" এরপর লেখা হয়, "এই সুবিধে সহ-টিচার, অ্যাকাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চমাধ্যমিক শিক্ষক এবং এসএসকে, এমএসকে-র শিক্ষাকর্মীরাও পাবেন ৷"

চলতি বছরের 1 এপ্রিল থেকে এই নয়া নির্দেশিকা চালু হচ্ছে। এই মর্মে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল শিক্ষা দফতর। সূত্রের খবর, এই নিয়ে আগেই নবান্নে আলোচনা হয়েছে। তারপরেই এই বিজ্ঞপ্তি। চুক্তিভিত্তিক শিক্ষক, প্যারা শিক্ষক, এসএসকে এবং এমএসকে শিক্ষক, অ্যাকাডেমিক সুপারভাইজার, আশাকর্মী, স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়ারি কর্মী, সিভিক ভলান্টিয়ার, গ্রাম্য পুলিশ ভলেন্টিয়ার, হোম গার্ড ভলান্টিয়ার সকলেই এর সুবিধা পাবে। এই খবর সামনে আসার পর খুশি চুক্তিভিত্তিক সহ শিক্ষক- আশাকর্মীরা ৷ অনেকেই প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ৷ আগামী দিনে যাতে কলেজের অস্থায়ী শিক্ষকদের ক্ষেত্রেও যাতে উন্নতি প্রকল্প নেওয়া হয়, সেই আর্জিও জানানো হয়েছে নেটপাড়ায় ৷

ABOUT THE AUTHOR

...view details