কলকাতা, 20 মে:আইনি চিঠি পাওয়ার পরও কার্তিক মহারাজকে নিশানা করা থেকে পিছু হঠছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার বিষ্ণুপুরের সভা মঞ্চ থেকে তিনি মুর্শিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের প্রতি আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়েছেন ৷ মমতার অভিযোগ, মুর্শিদাবাদে দাঙ্গা করিয়েছেন এই কার্তিক মহারাজ ৷
বিতর্কিত মন্তব্যের অভিযোগে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠিয়েছেন বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ । মুখ্যমন্ত্রীর বক্তব্যে তাঁর ‘সম্মানহানি’ হয়েছে, একইসঙ্গে ভারত সেবাশ্রম সংঘেরও বদনাম করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন তিনি । তাঁর মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে আগামী 84 ঘণ্টা মধ্যে ক্ষমা চেয়ে একটি বিবৃতি প্রকাশ করতে হবে বলেও চিঠিতে দাবি করেন কার্তিক মহারাজ ৷ চারদিনের মধ্যে আইনি চিঠির উত্তর না-দিলে আইন অনুয়ায়ী পরবর্তী পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷
তবে এই চিঠি বা মহারাজদের নিয়ে তাঁর মন্তব্যের জন্য কোনও সমালোচনাকে তোয়াক্কাই করছেন না বলে সোমবার বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এ দিন বিষ্ণুপুরের সভা থেকে ফের সরাসরি কার্তিক মহারাজের বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷ বলেন, "আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই...গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘের এরটি আশ্রম আছে । ওরা খুব ভালো ৷ ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে আর মানুষের জন্য কাজ করে । আমি একটি লোকের নাম করে বলেছিলাম ৷ তাঁর নাম কার্তিক মহারাজ । তিনি আমাদের এজেন্ট বসতে দেননি । ভোটের দু'দিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনিই । আমি সেই জন্যই বলেছিলাম। এবং এটা বলে যাব । উনি বিজেপি করেন ।"
কার্তিক মহারাজের বিজেপি করা উচিত বলে তোপ দেগে মমতা বলেন, "এলাকায় গিয়ে গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান । আমি বলছি, আপনি তা করুন । কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে সেটা করুন । লুকিয়ে লুকিয়ে করছেন কেন ? আমি যেটা বলি, আমি প্রমাণ ছাড়া কিছু বলি না ।"
যদিও কার্তিক মহারাজের দাবি, সন্ন্যাস বা সন্ন্যাসীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ন্যূনতম জ্ঞান নেই’। আর সেই কারণেই তিনি ওই মন্তব্য করেছেন । মুখ্যমন্ত্রী তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ ‘মিথ্যা’ বলেও দাবি করেছেন মহারাজ । আইনি চিঠিতে কার্তিক মহারাজ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কথায় তিনি ‘ব্যথিত’। একইসঙ্গে, মুখ্যমন্ত্রীর মন্তব্য মহারাজের অনুগামীদের ভাবাবেগেও আঘাত করেছে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি ৷ কার্তিক মহারাজের আইনি চিঠিটি মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন আইনজীবী বিল্বদল ভট্টাচার্য ও আইনজীবী অনীশ মুখোপাধ্যায় ৷