কলকাতা, 1 মে: উন্নত ভারত গড়ার কারিগর ৷ শ্রমিকরাই সমাজের সম্পদ ৷ শ্রমিকদের পরিশ্রমকে কুর্নিশ জানানোর দিন আজ ৷ মে দিবসে শ্রমজীবী মেহনতি মানুষকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা ৷
কেন্দ্রীয় বঞ্চনা এবং 100 দিনের কাজের কর্মীদের টাকা না-দেওয়া নিয়ে খোঁচা দিয়ে শ্রমিকদের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, "আমাদের সকল শ্রমিক ভাই-বোনকে জানাই আন্তর্জাতিক শ্রমিক দিবসের আন্তরিক শুভেচ্ছা । শ্রমিকরা আমাদের সমাজের সম্পদ । তাঁদের নিয়ে আমরা গর্বিত । আমি সবসময় শ্রমিকদের দরকারে পাশে থাকি। 'বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা'র মতো যুগান্তকারী প্রকল্প চালু করেছি ৷ কেন্দ্রের কাছ থেকে 100 দিনের কাজের টাকা পাওয়া থেকে বঞ্চিত 59 লক্ষ গ্রামীণ শ্রমিক, তাদের টাকা রাজ্যের নিজস্ব তহবিল থেকে মিটিয়ে দেওয়ার মতো কাজ করে বরাবর আমরা সকল ক্ষেত্রে শ্রমিক ভাই-বোনেদের পাশে থেকেছি ৷ আগামীতেও থাকব ।"
বিগত কয়েক বছর ধরেই রাজ্যের 100 দিনের কাজের কর্মীদের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এমনটাই বারবার অভিযোগ তুলে দিল্লি যাত্রা এবং সেখানে আন্দোলন ধরনার পথেও হেঁটেছিল তৃণমূল কংগ্রেস। তারপরেও তাতে কোন কাজ না-হওয়ায় অবশেষে রাজ্যের গরিব মানুষকে রাজ্য সরকারের তহবিল থেকে এই টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিন খুব স্বাভাবিকভাবেই শ্রমিক দিবসের দিনে তাই উঠে এসেছে এই বক্তব্য। তার সঙ্গে আগামিদিনেও যে তৃণমূল সরকার শ্রমজীবী মানুষের পাশে থাকবে সেই বার্তাও দিতে ভোলেননি মুখ্যমন্ত্রী ।