পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তিহার থেকে বোলপুর আসছেন অনুব্রত ! একই দিনে বীরভূম সফর মুখ্যমন্ত্রীর - Anubrata Mondal - ANUBRATA MONDAL

Mamata Will Hold Administrative Meet on Tuesday: 2 বছর পর ঘরে ফিরছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ সেদিনই বীরভূমে প্রশাসনিক বৈঠক করবেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 2 বছর পর অনুব্রতকে কি দায়িত্ব দেবেন ? উঠছে প্রশ্ন ৷

Mamata Will Hold Administrative Meet
একই দিনে বীরভূমে অনুব্রত ও মমতা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2024, 8:15 AM IST

বোলপুর, 23 সেপ্টেম্বর: 'প্রিয় কেষ্ট' তিহার থেকে বোলপুর ফিরছেন ৷ ঘটনাচক্রে সেদিনই বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন তিনি ৷

প্রায় দু'বছর আগে গরু পাচার মামলায় বীরভূমের অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই ৷ গত 20 সেপ্টেম্বর জামিন পেয়েছেন তিনি ৷ এবার ঘরে ফেরার পালা ৷ মেয়ে সুকন্যাকে সঙ্গে নিয়ে 24 সেপ্টেম্বর বীরভূমে ফিরছেন তিনি ৷ ইতিমধ্যেই, তাঁকে বরণর জন্য প্রস্তুতি সেরে ফেলেছে দলের কর্মী-সমর্থকরা ৷

মুখ্যমন্ত্রীর সফর প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী (ইটিভি ভারত)

এদিকে, সেদিনই প্রশাসনিক বৈঠকের জন্য বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ ফলত একই দিনে দু'জনের সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল ৷ বীরভূম জেলা শাসক বিধান রায় বলেন, "24 সেপ্টেম্বর দুপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । তারই প্রস্তুতি চলছে ।"

গরু পাচার ও আর্থিক তছরুপে ইডির মামলায় দিল্লির রাউস এভিনিউ আদালত অনুব্রত মণ্ডলকে জামিন দিয়েছে ৷ বীরভূম জেলা প্রশাসন ও তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর, সোমবার তিহার জেল থেকে ছাড়া পাচ্ছেন তিনি ৷ ওই দিনই অণ্ডাল এয়ারপোর্টে নামবেন অনুব্রত ৷ সেখান থেকে বোলপুরে আসবেন ।

বীরভূমে প্রশাসনিক বৈঠক মমতার (নিজস্ব চিত্র)

অন্যদিকে, আবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠক সেরে দুর্গাপুরে যাবেন মুখ্যমন্ত্রী । সেখানেই রাত্রীবাস করার কথা রয়েছে তাঁর । এরপর সেখান থেকে 24 সেপ্টেম্বর, মঙ্গলবার সকালে বীরভূমে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শান্তিনিকেতনের বল্লভপুর জঙ্গলে রাঙাবিতান গেস্ট হাউজে উঠবেন তিনি ।

পরে বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে দুপুর 12টা থেকে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । জানা গিয়েছে, ওই দিনই অনুব্রতকে সঙ্গে নিয়ে আকাশ পথে সিদ্ধপীঠ তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি ৷ সেখানে পুজো দিয়ে ফের বোলপুরে ফিরে আসবেন ৷ 25 সেপ্টেম্বর কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী ৷

ইতিমধ্যেই, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । উল্লেখ্য, অনুব্রতর গ্রেফতারির পর বীরভূমের প্রধান দায়িত্ব নিজের হাতেই রেখেছিলেন মমতা ৷ তাই তাঁর এই সফর ঘিরে উঠছে প্রশ্ন ৷ তবে কী জেলার সব স্তরের ব্যাটন ফের 'প্রিয় কেষ্ট'র হাতেই তুলে দেবেন মমতা ?

রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, "মুখ্যমন্ত্রী বর্ধমান থেকে বোলপুরে আসছেন । প্রশাসনিক বৈঠক আছে ৷ অল্প সময় তিনি বীরভূমে থাকবেন ৷ সেই মত প্রস্তুতি চলছে ৷ ওই দিনই অনুব্রত মণ্ডল আসার কথা ৷ এখন কি হবে, তা নিয়ে কোনও মন্তব্য করব না ৷ আমাদের নেত্রী যা বার্তা দেবেন সেই মতই সব কিছু হবে ।"

ABOUT THE AUTHOR

...view details