শান্তনু ঠাকুরকে আক্রমণ মমতাবালা ঠাকুরের বাগদা, 4 ফেব্রুয়ারি: আগামী সাতদিনের মধ্যে দেশজুড়ে সিএএ চালু হবে ৷ দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের এক সভা থেকে এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর । ছ'দিনের মধ্যে নিজের সেই বক্তব্য থেকে 180 ডিগ্রি সরে দাঁড়ালেন তিনি । সেই দিন নাকি তিনি মুখ ফসকে সিএএ চালু হবে বলে ফেলেছিলেন ৷ দাবি খোদ মন্ত্রীর ৷ আর শান্তনুর এই ভোলবদলের পরই তাঁকে 'মিথ্যাবাদী' বলে আক্রমণ করেছেন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর ।
শনিবার সন্ধ্যায় উত্তর 24 পরগনার বাগদা থানার কুঠিবাড়িতে মতুয়া মহাসংঘের একটি ধর্মীয় সভায় যোগ দিয়েছিলেন শান্তনু ঠাকুর । সেখানে নিজের বক্তব্যের বেশিরভাগ সময় তিনি ব্যয় করেন সিএএ ইসুতে । কেন সিএএ দরকার, মতুয়াদের বোঝাতে থাকেন কেন্দ্রীয় মন্ত্রী। সিএএ না-হলে রোহিঙ্গাদের মত তাদের আবস্থা হতে পরে সেই আশঙ্কাও প্রকাশ করেন তিনি । একইসঙ্গে তিনি এদিন মতুয়াদের ফের একবার সিএএ হবে বলে আশ্বস্ত করেন । কিন্তু কবে হবে সেই বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি, কিছুদিনের মধ্যে হবে বলে দাবি করেছেন এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী । এরপরই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে যে ছ'দিন আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সামনে সাতদিনের মধ্যে সিএএ হবে বলে দাবি করেছিলেন যিনি, এখন কেন কিছুদিনের মধ্যে বলছেন?
উত্তরে শান্তনু ঠাকুর বলেন, "সাতদিনে সিএএ'র রুল ফ্রেম শেষ হচ্ছে । সেই কথা বলতে গিয়ে মুখ ফসকে সিএএ চালু হবে বলে ফেলেছি । কিন্তু সিএএ হচ্ছেই আগামী কিছুদিনের মধ্যে । এটা একশো শতাংশ সঠিক । সিএএ ইতিমধ্যেই আইন হয়েছে । শুধু লাগু করতে বাকি । নতুন করে তো আর আইন করতে হবে না ।" মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, ভোটার কার্ড এবং আধার কার্ড থাকলেই তারা নাগরিক ৷ তাঁদের এই বক্তব্য প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই পশ্চিমবঙ্গের প্রতিটি এলাকায় ডিআইবি ইনকোয়ারি বন্ধ করা হোক । পাসপোর্ট তৈরির ক্ষেত্রে 71 সালের আগের দলিল চাওয়া বন্ধ করা হোক। প্রত্যেকটা মানুষকে ভোটার কার্ড ও আধার কার্ড দেখে পাসপোর্ট করে দিক সরকার ।"
বিষয়টি নিয়ে শান্তনু ঠাকুরকে আক্রমণ করেছেন মমতাবালা ঠাকুর । তিনি বলেন, "শান্তনু ভোটে দাঁড়ানো নিয়ে মিথ্যা কথা বলেছিল । তারপর থেকে একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে । মতুয়া সমাজ ওর উপর বিশ্বাস এবং আস্তা সব হারিয়েছে । ওকে পাওয়ার দেওয়া হয়েছে মিথ্যা কথা বলার জন্য । পাঁচ বছর হতে গেল কিছু করতে পারেনি ৷ সামনে লোকসভা ভোট, আবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে ।"
আরও পড়ুন:
- 'আগামী এক সপ্তাহের মধ্যে দেশজুড়ে লাগু হবে সিএএ', দাবি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের
- বিজেপির মুখে সিএএ-র কথা আসলে ভোটের রাজনীতি, দাবি মমতার
- বিজেপি নেতাদের সিএএ লাগুর ঘোষণা আদতে 'কুমির ছানা' দেখানো, কটাক্ষ তৃণমূলের