কলকাতা, 23 নভেম্বর:উপনির্বাচনের ফলপ্রকাশের পর মা মাটিকে ধন্যবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জয় নিয়ে দলীয় কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন । এদিন সকাল থেকে যত বেলা গড়িয়েছে, একরকম স্পষ্ট হয়ে গিয়েছে যে, ভোটের ফল যাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকেই ।
উত্তর থেকে দক্ষিণ দেখা উড়তে শুরু করে সবুজ আবির ৷ 6-0 নিশ্চিত হতেই সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি লেখেন, "আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা মাটি মানুষকে জানাই প্রণাম জোহার ও সালাম । আপনাদের এই আশির্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে । আমরা সবাই সাধারণ মানুষ এটাই আমাদের পরিচয় । আমরা জমিদার নই, মানুষের পাহারাদার । আপনাদের আশিস আজীবন হৃদয়ের স্পর্শ করে থাকবে । জয় বাংলা ।"
এই অভাবনীয় ফলের পর দলের ছয় প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সোশাল মিডিয়ার বার্তায় তিনি লেখেন, "পশ্চিমবঙ্গের উপনির্বাচনে তাদের নির্ণায়ক জয়ের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সকলকে অভিনন্দন । জমিদার, মিডিয়া এবং কলকাতা হাইকোর্টের একটি অংশ তাদের নিজস্ব স্বার্থসিদ্ধিতে বাংলাকে বদনাম করার জন্য একটা ন্যারেশন তৈরি করার চেষ্টা করেছিল । বাংলার মানুষ তাকে অস্বীকার করেছে ।"