উত্তর মালদায় তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদা, 13 মার্চ:মালদায় পা রেখেই একের পর এক গেরুয়া শিবিরের প্রতি আক্রমণ শানিয়ে চলেছেন তৃণমূলের উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য সরকারের প্রকল্পকে সামনে রেখেই যে তিনি ভোট বৈতরণী পার করতে চাইছেন, তা গত 48 ঘণ্টায় তাঁর মন্তব্যে কার্যত পরিষ্কার । ভোটব্যাংকের ঝুলি মজবুত করতে এ বার বর্তমান সাংসদকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার । জবাবে বিজেপির পোড় খাওয়া সাংসদের তরফে কি প্রতিক্রিয়া আসে সেদিকেই এখন তাকিয়ে জেলার রাজনৈতিক মহল ।
এ বছর মালদা জেলার দুটি লোকসভা আসনের জন্য এক জোড়া নতুন মুখ বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস । উত্তর মালদা কেন্দ্র থকে লড়াইয়ের দায়িত্ব পেয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার, এক সময়ের মালদা জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় । মালদা জেলায় পা রেখেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন তিনি । গত পাঁচ বছরে এলাকার কী উন্নয়ন হয়েছে, তার পরিসংখ্যান তুলে ধরতে সাংসদের দিকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এক সময়ের জেলার পুলিশ সুপার ।
আজ পুরাতন মালদার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে প্রসূন বলেন, "সাধারণ মানুষের জানা নেই এলাকায় গত পাঁচ বছরে কী উন্নয়ন হয়েছে । এই সময়ে খগেন মুর্মু এলাকার কী উন্নয়ন করেছেন তা উনি নিজেই বলুন । আসলে উনি কিছুই করেননি । অথচ উনি ভোটের সময় ভোট চাইতে বেরিয়ে পড়ছেন । এতে মানুষের মধ্যে ভুল বার্তা যাচ্ছে । একজন সাংসদ হিসেবে নিজের এলাকায় মানুষের জন্য যা যা করার সেটাই করার লক্ষ্য নিয়ে এগোচ্ছি । পশ্চিমবঙ্গ সরকারের এত প্রকল্পের কথা বলতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে যাবে । সেই সমস্ত প্রকল্পের সুবিধে সমস্ত স্তরের মানুষ পেয়েছে । অথচ কেন্দ্রীয় সরকার বাংলার উপর বঞ্চনা চালাচ্ছে । আমাদের টাকা আটকে রাখা হয়েছে । মানুষ এ বার 'নো ভোট টু বিজেপি' মনস্থির করে ফেলেছে ।"
তৃণমূলের প্রার্থীর এই চ্যালেঞ্জের মুখে উত্তর মালদার বিজেপি সাংসদ কী প্রতিক্রিয়া দেন সেটাই এখন দেখার ।
আরও পড়ুন:
- উনি এখনও বিজেপি সাংসদ, অর্জুনের দিল্লি যাত্রাকে কটাক্ষ কাকলির
- 'অতীত' ভুলে বিষ্ণুপুরে ব্যবধান বাড়ানো লক্ষ্য সৌমিত্রর, 'অর্বাচীন' মন্তব্য তৃণমূল প্রার্থী প্রাক্তন স্ত্রীর
- ‘শাহনাওয়াজ রাষ্ট্রদ্রোহী’, মালব্যর অভিযোগে পালটা দিলেন তৃণমূলের লোকসভা প্রার্থীও