কলকাতা, 23 অক্টোবর: পোদ্দার কোর্টের পাশে বিধ্বংসী আগুন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে টেরিটি বাজার সংলগ্ন এজরা স্ট্রিটের কাঠের বাক্স তৈরির গুদামে ৷ আগুন দ্রুত ছড়িয়ে পরে পাশে থাকা কয়েকটি দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ৷ তবে বেশ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল।
সেই কারণে ধাপে ধাপে দমকলের ইঞ্জিন সংখ্যা বাড়ানো হচ্ছে। বর্তমানে আগুন নেভাতে 15টি ইঞ্জিন একসঙ্গে কাজ করছে ৷ ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে । পাশেই ইলেকট্রনিক্সের গুদাম-সহ একাধিক দোকানও রয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ বহু মানুষ রাস্তায় নেমে এসেছেন। ঘটনাস্থলে এসেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। অন্যদিকে, আগুন নোভানোর কাজ যাতে নির্বিঘ্নে করা যায় তার জন্য আশপাশের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
কলকাতার বড়বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন (ইটিভি ভারত) স্থানীয়দের দাবি, সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এই আগুনের প্রথম শিখা দেখতে পাওয়া যায়। তাঁরাই প্রাথমিকভাবে বালতি করে জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। একই সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। এলাকায় দমকল পৌঁছতে আধঘণ্টার কাছাকাছি সময় নেয়। ধাপে ধাপে বাড়ানো হয় দমকলের ইঞ্জিনের সংখ্যা। কয়েকঘণ্টা ধরে আগুনকে বশে আনার চেষ্টাই করা হচ্ছে। বাড়ানো হচ্ছে ইঞ্জিন সংখ্যাও। আগুন লাগার কারণে বহু সংখ্যক মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বউবাজার ও হেস্টিংস থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি দমকল কর্মীদের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। অন্যদিকে, আগুন লেগে যাওয়া গুদামের দু'পাশ দিয়ে দমকল কর্মীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুনে কেউ হতাহত না হলেও কাঠের গুদাম এবং তার সংলগ্ন দোকান ঝলসে গেছে। লক্ষ লক্ষ টাকার জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের। দীপাবলীর আগে এই ঘটনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা।