পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহাকুম্ভের পুণ্যস্নানে যাবেন? শিয়ালদায় সেজে উঠছে বিশেষ থিম ট্রেন - KUMBH MELA SPECIAL TRAIN

কুম্ভমেলার দর্শনার্থীদের জন্য সুখবর ! পূর্ব রেলের তরফে শিয়ালদা ডিভিশনে চালানো হচ্ছে বিশেষ ট্রেন ৷ ট্রেনগুলি মেলার থিমে সাজিয়ে তোলার প্রস্তুতি এখন তুঙ্গে ৷

KUMBH MELA SPECIAL TRAIN
শিয়ালদা বিভাগে সাজছে বিশেষ ট্রেন (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2025, 8:05 AM IST

কলকাতা, 2 জানুয়ারি:হাতে মাত্র আর কয়েকটা দিন ৷উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মেলার চূড়ান্ত প্রস্তুতি চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা যাবেন মেলায় ৷ তাই তীর্থ‌যাত্রীদের জন্য সুখবর শোনাল রেল ৷ মহাকুম্ভ মেলার জন্য পূর্ব রেলের শিয়ালদা শাখায় চালানো হবে বিশেষ ট্রেন। বিশেষ ওই ট্রেনগুলিকে আলাদাভাবে সাজানো হচ্ছে ৷ আধ্যাত্মিক মনোভাব ফুটিয়ে তোলার জন্য মানানসই পরিবেশ রাখা হয়েছে ট্রেনের ভিতরে।

12 বছর পর আবারও এলাহাবাদের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা হচ্ছে। তাই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি পুণ্যার্থীর সমাগম হবে এই মেলায়। প্রয়াগরাজে এই মেলা শুরু হবে আগামী 13 জানুয়ারি থেকে, যা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। পুণ্যার্থীদের সুবিধার জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে মোট 13 হাজার হাজার বিশেষ ট্রেন দেওয়া হয়েছে মহাকুম্ভ মেলার জন্য।

বিশেষ ওই ট্রেনগুলিকে আলাদাভাবে সাজানো হচ্ছে (নিজস্ব ছবি)

শিয়ালদা শাখায় বিশেষ ট্রেন

শিয়ালদা শাখা যেমন দু'টি বিশেষ ট্রেন চালাবে, তেমনই এই দুটি ট্রেনকে মহাকুম্ভ মেলার থিমে সাজিয়ে তোলার প্রস্তুতি চলছে পুরোদমে। শুধু বিশেষ ট্রেন চালানোই নয়, এই ট্রেনগুলিতে যাতে পুণ্যার্থীদের কোনওরকম সমস্যা না-হয় সেই দিকে বিশেষ নজর দিয়ে প্রস্তুত করা হয়েছে ট্রেন দু'টিকে। এই জন্য একটি বিশেষ দলকে নিযুক্ত করা হয়েছে রেলের তরফে, যাঁরা দিনরাত পরিশ্রম করে ট্রেন দু'টিকে প্রস্তুত করেছন। শুধুমাত্র সাজসজ্জা নয়, যাত্রীদের এই ট্রেনগুলিতে যাতে স্বাচ্ছন্দ্যের কোনও ঘাটতি না-থাকে সেই দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে।

বিশেষ ব্যবস্থা-

ট্রেনের ভিতর ও বাইরে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন ভিনাইল ব়্যাপ দিয়ে সাজানো হয়েছে। রং করা হয়েছে ৷ অন্যদিকে, যাত্রীদের জন্য আরামদায়ক ও আধ্যাত্মিক মনোভাব ফুটিয়ে তোলার জন্য মানানসই পরিবেশ রাখা হয়েছে ট্রেনের ভিতরে। ট্রেনের সার্বিক পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হয়েছে। বসার জায়গা থেকে শুরু করে শৌচালয়, সর্বত্রই পরিষ্কার ও পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details