কলকাতা, 23 নভেম্বর: দরজায় কড়া নাড়ছে ডিসেম্বর। আর ডিসেম্বর মাস এসে যাওয়া মানেই নতুন বছরের হাতছানি। তার আগেই সরকারি চাকুরিদের কাছে এল নতুন বছরের ছুটির ক্যালেন্ডার। শুক্রবার আনুষ্ঠানিকভাবে 2025 সালের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন।
অর্থ দফতরের প্রকাশ করা এই ছুটির তালিকায় দুর্গাপুজো, কালীপুজো এবং ছটপুজো মিলিয়ে লম্বা ছুটির সুযোগ থাকছে সরকারি কর্মীদের। এক্ষেত্রে একদিন, দু'দিন নয়, 25 দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। শুক্রবার রাজ্য সরকারের তরফ থেকে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে অন্তত সে কথাই বলা হয়েছে।
তাৎপর্যপূর্ণভাবে এবার সরকারি কর্মীদের ছুটির তালিকায় কাটছাঁটে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে রবিবারের। কারণ, রবিবার হওয়ার কারণে আটটি ছুটি তাদের হাতছাড়া হতে চলেছে। এর মধ্যে যেমন স্বামী বিবেকানন্দর জন্মদিন থাকছে ৷ একইভাবে থাকছে প্রজাতন্ত্র দিবস, সরস্বতী পুজো, রামনবমী, মহরম, ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহাষষ্ঠীর মতো গুরুত্বপূর্ণ দিনগুলি। তবে সরস্বতী পুজোর ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে অতিরিক্ত একদিন সরকারি কর্মচারীদের বাড়তি ছুটি দেওয়া হলেও, বাকি ছুটিগুলির ক্ষেত্রে সেই সুযোগ থাকছে না।
এবার একটু তলিয়ে দেখা যাক পুজোর ছুটির কী হাল হকিকত ৷ 2025 সালে দুর্গাপুজো শুরু অর্থাৎ ষষ্ঠী পড়ছে রবিবার। সে ক্ষেত্রে 29 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত টানা ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। এরই সঙ্গে যুক্ত হচ্ছে তিন এবং চার অক্টোবরে দুর্গাপুজোর জন্য অতিরিক্ত ছুটি। 5 অক্টোবর আবার রবিবার ৷ কাজেই ছুটি থাকছে সরকারি কর্মীদের। 6 এবং 7 অক্টোবর রাজ্য সরকারের তরফ থেকে এবার লক্ষ্মী পুজোর জন্য ছুটি দেওয়া হচ্ছে। সুতরাং এক্ষেত্রে, 29 থেকে 7 অক্টোবর পর্যন্ত টানা 12 দিনের ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।
এখানেই অবশ্য শেষ নয়, দুর্গাপুজোর পর কালীপুজোতেও বাড়তি ছুটি পাওয়ার সুযোগ থাকছে। 2025 সালে কালীপুজো পড়েছে 20 অক্টোবর। ওইদিন স্বাভাবিক নিয়মে সরকারিভাবে কালীপুজোর ছুটি ৷ 21 ও 22 তারিখ যথাক্রমে দীপাবলি ও কালীপুজোর অতিরিক্ত ছুটি ৷ 23 তারিখ ভাইফোঁটার ছুটি। 24 অক্টোবর ভাইফোঁটার অতিরিক্ত ছুটে দেওয়া হয়েছে। 25 ও 26 অক্টোবর শনি ও রবিবার। এর পরেই 27 অক্টোবর ছটপুজোর ছুটি। 28 অক্টোবর ছটপুজোর অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে। যে কর্মীদের শনিবার ছুটি নেই, তাঁরা শনিবার একটি অতিরিক্ত ছুটি নিলেই টানা 9 দিনের ছুটি পেয়ে যাবেন।
2025 সালে উইকেন্ড তথা টানা তিন দিন ছুটির সুযোগ থাকছে বেশ কয়েকটি। আগামী 2 ফেব্রুয়ারি সরস্বতী পুজো। কিন্তু এবার সরস্বতী পূজো রবিবার পড়ায় তার পরদিন অর্থাৎ সোমবারও ছুটি দিয়েছে রাজ্য। এক্ষেত্রে শনি, রবি, সোম তিনদিন টানা ছুটির সুযোগ থাকছে সরকারি কর্মচারীদের। একইভাবে এবার ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন ও শবে-বরাত পড়েছে শুক্রবার। এক্ষেত্রে তিন দিনের ছুটি থাকবে।
আগামী বছর দোলযাত্রার ছুটিও পড়েছে 14 মার্চ শুক্রবার। ফলে সেক্ষেত্রেও টানা তিন দিন ছুটির সুযোগ থাকছে। অন্যদিকে 2025 সালে ইদ উল ফিতরের (31 মার্চ) ও বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন (14 এপ্রিল) পড়েছে সোমবার। সে ক্ষেত্রেও তিন দিনের ছুটি থাকছে। তালিকাটা কিন্তু এখানেই শেষ নয় আরও দীর্ঘ।