পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অগ্নিমিত্রার উদ্দেশ্য়ে গো-ব্যাক স্লোগান তৃণমূলের, পুলিশের বিরুদ্ধে সরব বিজেপি প্রার্থী - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: আজ শনিবার লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট নেওয়া হচ্ছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর আসনটিতেও ৷ ওই আসনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ৷ তিনি বেশ কয়েকটি বুথে পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন ৷ অন্যদিকে তাঁকে লক্ষ্য করে এ দিন দেওয়া গো ব্যাক স্লোগানও ৷

Agnimitra Paul
অগ্নিমিত্রা পাল (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 12:50 PM IST

Updated : May 25, 2024, 2:45 PM IST

মেদিনীপুর, 25 মে: ভোটের দিন সকাল থেকেই মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন ওই আসনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ৷ কোথাও দলের পোলিং এজেন্টকে বুথে ফিরেয়ে এনে সাহস জোগালেন ৷ আবার কোথাও তর্ক জুড়লেন পুলিশের সঙ্গে ৷ বুথের বাইরে কলকাতা পুলিশের আধিকারিক কী করছে, সেই প্রশ্নও তুললেন ৷ তবে তার মাঝে অগ্নিমিত্রাকে লক্ষ্য় করে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা গো ব্যাক স্লোগানও দিলেন ৷ যা নিয়ে সাময়িক উত্তেজনাও ছড়ায় ৷

অগ্নিমিত্রার উদ্দেশ্য়ে গো-ব্যাক স্লোগান তৃণমূলের, পুলিশের বিরুদ্ধে সরব বিজেপি প্রার্থী (ইটিভি ভারত)

শনিবার দেশজুড়ে চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ ৷ সারা দেশের 58টি লোকসভা আসনের মধ্যে বাংলার আটটি আসনে ভোট চলছে ৷ এর মধ্য়ে অন্যতম গুরুত্বপূর্ণ আসন মেদিনীপুর ৷ সেখানে এবার বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল ৷ এ দিন সকাল থেকেই কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ঘুরছেন তিনি ৷

আরও পড়ুন:

বুথের ভেতরে কলকাতা পুলিশ কেন প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ৷ কলকাতা পুলিশকে বুথ কেন্দ্র থেকে বার করলেন তিনি ৷ তারপরেই বুথে যে বিজেপির পোলিং এজেন্টকে বের করা হয়েছিল অগ্নিমিত্রা নিজেই তাঁকে বুথে বসান ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেন্দামারি প্রাথমিক বিদ্যালয়ে ৷

অগ্নিমিত্রা পালের অভিযোগ, কলকাতা পুলিশের আধিকারিক বুথের দরজার পাশে দাঁড় করিয়ে ভোট করাচ্ছেন ৷ সকালে বুথে বসেছিলেন পোলিং এজেন্ট ৷ তাঁকে ধমক দিয়ে বের করে দিয়েছে ৷ তার পর খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ তার পর খুঁজে বের করে আবার পোলিং এজেন্টকে বসিয়েছেন তিনি ৷

অন্যদিকে অগ্নিমিত্রা পালকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান ও গো ব্যাক স্লোগানও দেয় তৃণমূল ৷ তবে অগ্নিমিত্রার দাবি, ‘‘পরিকল্পনা করে আটকানো হয়েছে আমাকে ৷ গো ব্যাক স্লোগান গ্রামের লোকেরা দেয়নি ৷ বাইরের লোক দিয়ে গো ব্যাক ব্যাক স্লোগান দেওয়া হয় ৷ ওখানেই পুরো আটকে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল ৷ সেই কারণে ফিরে এসেছি ৷’’

যে ঘটনা তিনি উল্লেখ করেন, সেটি খড়গপুর গ্রামীণ কিসমত আংগুয়ায় ৷ সেখানে পুলিশ অগ্নিমিত্রার কনভয় আটকায় ৷ পুলিশকর্তাদের দাবি, গাড়ির যে পারমিশন হয়, তা গাড়ির সামনেই লাগাতে হবে । অগ্নিমিত্রা সফট কপি দেখান পারমিশনের ৷ তাঁর গাড়ি ছাড়া হলেও পিছনে থাকা অন্য গাড়িগুলি আটকে দেওয়া হয় ৷ আধিকারিকদের দাবি, প্রত্যেককেই গাড়ির কাগজ ইস্যু করা হয় ৷ সেই কাগজ গাড়িতে না লাগানো থাকলে, তা যেতে দেওয়া হবে না ৷

পরে অগ্নিমিত্রা বলেন, ‘‘ভোট সার্বিকভাবে ভালো হচ্ছে ৷ ছোটখাটো ঘটনা ঘটছে৷ এই আসন আমাদের আসন জিততে হবে ৷ আমাদের জিততেই হবে ৷ সোজা আঙুলে না হলে বাঁকা আঙুলে জিতব ৷’’ তিনি তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ৷ অগ্নিমিত্রা বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরামি আমি ভালো করে জানি৷ আমি পাঁচ বছরে ওঁর নোংরামি জেনে গিয়েছি ৷ আমি সব কিছুর জন্য প্রস্তুত ৷’’

আরও পড়ুন:

Last Updated : May 25, 2024, 2:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details