পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শ্রাদ্ধ অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্রেও 'উই ওয়ান্ট জাস্টিস' ! আরজি কর-কাণ্ডে অভিনব প্রতিবাদ - KOLKATA RAPE AND MURDER CASE - KOLKATA RAPE AND MURDER CASE

RG Kar Protest Through Funeral Invitation: আরজি করের ঘটনার অভিনব প্রতিবাদ ৷ মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্রে 'উই ওয়ান্ট জাস্টিস' লিখলেন ছেলে ৷

RG Kar Protest Through Funeral Invitation
আরজি কর কাণ্ডের অভিনব প্রতিবাদ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2024, 2:15 PM IST

রায়গঞ্জ, 16 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ নৃশংস সেদিনের ঘটনার একমাসেরও বেশি সময় কেটে গিয়েছে ৷ কিন্তু দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আজও আন্দোলনের ঝাঁঝ কমেনি এক ফোটাও ৷ নির্যাতিতার বিচার চেয়ে শহরের রাজপথ থেকে গ্রামের রাস্তায় এখন একটাই স্লোগান, 'We Want Justice' ৷ এই স্লোগানই এবার শ্রাদ্ধ অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্রে ! প্রতিবাদের সেই অভিনব ছবি ধরা পড়েছে রায়গঞ্জ শহরের নেতাজীপল্লী এলাকায় ৷

মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্রেও প্রতিবাদ (ইটিভি ভারত)

গত 4 সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন নেতাজীপল্লীর বাসিন্দা প্রতিমা দত্ত ৷ পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা প্রতিমা আরজি কর ঘটনা নিয়ে সব সময় উদ্বেগ প্রকাশ করতেন ৷ দোষীরা শাস্তি পেল কি না, তা জানতে নজর রাখতেন সংবাদ মাধ্যমে ৷ তাঁর মৃত্যুর পর মামলার তদন্তে একাধিক তথ্য সামনে আনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৷ কিন্তু দোষীরা শাস্তি পাইনি এখনও ৷ আর তাই, প্রতিবাদ জিইয়ে রাখতে মায়ের মৃত্যুর পর এই অভিনব পথ বেছে নিয়েছেন প্রতীমার ছেলে শুভ্রজ্যোতি দত্ত ৷

16 সেপ্টেম্বর প্রতিমা দত্তের শ্রাদ্ধানুষ্ঠান ৷ শুভ্রজ্য়োতি বলেন, "মায়ের মৃত্যুর কারণে বাড়ির বাইরে বেড়িয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে পারছি না ৷ তাই নিমন্ত্রণ পত্রে 'We Want Justice' লিখে প্রতিবাদ জানাচ্ছি ৷ সকলের মধ্যে যাতে সুবিচারের দাবিতে প্রতিবাদ ছড়িয়ে দিতে পারি ৷" তিনি আরও বলেন, "আমি চাই নির্যাতিতার দোষীরা দ্রুত শাস্তি পাক ৷ জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ সফল হোক ৷ আমি চাই বাকিরাও নৃশংস ঘটনার সুবিচারের দাবিতে এগিয়ে আসুক ৷ আর তাই এই পদক্ষেপ নিয়েছি আমি ৷"

শুভ্রজ্যোতির এই উদ্যোগকে সাধুবাদ জানান প্রতিবেশী তন্ময় পাল । তিনি বলেন, "এখন আমাদের একটাই দাবি 'We Want Justice ' ৷ কিন্তু প্রায় 40 দিন হতে চলল এখনও দোষীরা শাস্তি পায়নি ৷ এত নির্মম ও মর্মান্তিক ঘটনার এই ভাবেই প্রতিবাদ হওয়া দরকার । উনি যেহেতু মায়ের পরলৌকিক কাজের জন্য বাড়িতেই আছেন তাই এভাবে তাঁর প্রতিবাদ বাড়িতে থেকেই সম্পূর্ণ করতে চেয়েছেন । ওনার এই উদ্যোগটিকে সম্পূর্ণভাবে সমর্থন করছি ৷"

ABOUT THE AUTHOR

...view details