পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্রেক কষে এক পাল হাতির প্রাণ রক্ষা, বাহবা কুড়োলেন ট্রেনচালক - Loco Pilot Saves Elephants - LOCO PILOT SAVES ELEPHANTS

Loco Pilot Saves Elephants: জলদাপাড়ার কাছে রেললাইনের উপর হাতির পাল দেখে ব্রেক কষে ট্রেন থামিয়ে দিলেন চালক ৷ প্রাণ রক্ষা পেল হাতির দলের ৷ এই তৎপরতার জন্য বন দফতরের বাহবা কুড়োলেন ট্রেনের চালক ৷

ETV BHARAT
ব্রেক কষে এক পাল হাতির প্রাণ রক্ষা, বাহবা কুড়োলেন ট্রেনচালক (নিজস্ব ভিডিয়ো)

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 1:59 PM IST

আলিপুরদুয়ার, 26 অগস্ট: রেললাইনে হাতির পাল । ধেয়ে আসছে ট্রেন ৷ অনেকটা দূর থেকেই হস্তী কূলের মিছিল নজরে আসে ট্রেনের চালকের ৷ পরিস্থিতি বেগতিক দেখে ট্রেনের গতি কমাতে শুরু করেন তিনি ৷ ভেবেছিলেন ধীরে গেলে রেললাইন পাড় করে ফেলবে হাতির দল ৷ তবে খুব কাছাকাছি এসে যাওয়ার পর চালক বুঝলেন, ট্রেন থামানো ছাড়া উপায় নেই ৷ তখনই ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দিলেন চালক ৷ প্রাণে বাঁচল একপাল হাতি ৷ চালকের ভূমিকায় খুশি বন দফতর থেকে শুরু করে বন্যপ্রাণী প্রেমী সংগঠনগুলি ।

ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা নিয়ে বারবার অভিযোগের আঙুল ওঠে রেল দফতরের বিরুদ্ধে । তবে এবার রেললাইনের উপর চলে আসা বুনো হাতির দলকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে বাহবা কুড়োলেন ট্রেনের চালক ৷ আলিপুরদুয়ার ডিভিশনাল রেলওয়ে দফতর থেকে জারি করা ভিডিয়ো প্রকাশ করে এই তথ্য জানানো হয় ৷

রেল জানিয়েছে, গতকাল 5টা 18 মিনিটে 75742 ডাউন ধুবরি শিলিগুড়ি ডিএমইউ ট্রেনের লোকো পাইলট বিনয় প্রসাদ ও অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সুব্রত দেবশর্মা লক্ষ্য করেন যে, রেললাইনের উপর রয়েছে হাতির পাল । রেলওয়ে ট্র‍্যাকের 130 কিলোমিটার পোস্টের কাছের ঘটনা ৷ হাসিমারা ও মাদারিহাটের মাঝে রেললাইনের উপর হাতি দেখামাত্রই ট্রেনের গতি কমিয়ে দেন চালকরা । জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় রেললাইনটি থাকায় হাতি সেখানে চলে আসে । হাতির করিডোর থাকায় ট্রেনটি ধীরেই চালানো হচ্ছিল । তবে হাতির পালকে রেললাইনের উপরে দেখে এক্সপ্রেস ট্রেনটিকে জঙ্গলের মাঝে ব্রেক কষে দাঁড় করিয়ে দেন চালক । ধীরে ধীরে হাতির পাল রেললাইন থেকে নেমে পাশে জঙ্গলের দিকে চলে গেলে ট্রেনটি ছাড়ে ৷

আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশন সূত্রে জানানো হয়েছে, ডুয়ার্স রুটে জঙ্গলের মাঝে প্রতিনিয়ত হাতি রেললাইনের উপর দিয়ে পারাপার করে । হাতির করিডোরে চালকরা ট্রেনের গতি সঠিক রেখে বন্যপ্রাণীর দুর্ঘটনা রুখে দিলেন এবং প্রমাণ করলেন যে ওয়াইল্ডলাইফ ক্রসিং জোনে ট্রেনের গতিবেগ কম ছিল বলেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হল ।

ABOUT THE AUTHOR

...view details