পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বইমেলা ও সরস্বতী পুজোর মধ্যেই শিয়ালদা থেকে বাতিল শতাধিক লোকাল - TRAIN CANCELLED FROM SEALDAH

রেলের কাজ চলবে, তাই 1 ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার রাত থেকে 3 ফেব্রুয়ারি ভোর পর্যন্ত মোট 52 ঘণ্টা শিয়ালদা দক্ষিণ শাখায় লোকাল ট্রেন বাতিল থাকবে।

LOCAL TRAIN CANCELED
লোকাল ট্রেন (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2025, 9:46 AM IST

কলকাতা, 31 জানুয়ারি:চলছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা ৷ এই বইমেলা ও সরস্বতী পুজোর মধ্যে সপ্তাহান্তে শিয়ালদা থেকে বাতিল শতাধিক লোকাল ট্রেন ৷ শনিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখায় অর্থাৎ শিয়ালদা-বারুইপুর লাইনের রেলের কাজের জন্য বাতিল থাকবে 108টি ট্রেন। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ ৷

শিয়ালদা ডিভিশনের ডিআরএম দীপক নিগম জানান, কাঁকুড়গাছি ও বালিগঞ্জ এ ইন্টারলকিংয়ের কাজের জন্য শনিবার ও রবিবার ট্রেন বাতিল থাকবে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যেহেতু এতগুলি ট্রেন বাতিল তাই সপ্তাহের শেষদিন দু'টিতে রেলের কাজ হবে। যেহেতু সপ্তাহান্ত তাই যাত্রীদের তেমন একটা সমস্যায় পড়তে হবে না ৷ জানা গিয়েছে, রুট রিলে ইন্টারলকিং (RRI) ব্যবসার পরিবর্তে আধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং (EI) করা হবে। এর ফলে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এছাড়াও ট্রেনের গতি বাড়বে। অন্যদিকে, রক্ষণাবেক্ষণের খরচ কমবে এবং ট্রেন বিলম্বে চলা বা দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই হ্রাস পাবে।

শিয়ালদা থেকে বাতিল শতাধিক লোকাল (ইটিভি ভারত)

1 ফেব্রুয়ারি রাত থেকে 3 ফেব্রুয়ারি ভোর পর্যন্ত মোট 52 ঘণ্টা শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন বাতিল থাকবে। 1 ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার 59টি ট্রেন বাতিল থাকবে এবং রবিবার 2 ফেব্রুয়ারি 49টি ট্রেন বাতিল থাকবে। দুই দিনে আপ ও ডাউন রুট মিলিয়ে মোট 108টি ট্রেন বাতিল থাকবে।

  • শিয়ালদা দক্ষিণ থেকে ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, নামখানা, ক্যানিং পরিষেবাও স্বাভাবিক থাকবে। শিয়ালদা দক্ষিণ থেকে বারুইপুরের মধ্যে ট্রেনের পরিষেবা সকাল ও সন্ধ্যায় 6 থেকে 12 মিনিট হবে।
  • শিয়ালদা দক্ষিণ থেকে বজবজের ট্রেন পরিষেবা নিউ আলিপুর থেকে যাত্রা শুরু ও শেষ করবে। পরিষেবা স্বাভাবিক হবে আবার 3 ফেব্রুয়ারি থেকে ৷

তবে বইমেলা ও সরস্বতী পুজোর মধ্যেই এই কাজের সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে কর্তৃপক্ষ জানিয়েছে, শিয়ালদা দক্ষিণ শাখায় প্রায় 330টারও বেশি ট্রেন চলে। যার মধ্যে 108টি ট্রেন বাতিল থাকছে। এছাড়াও এই সেকশনের পাশের রুটে কিছু স্পেশাল ট্রেন চলবে বারাসত থেকে দমদম পর্যন্ত। শিয়ালদা থেকে নৈহাটি, শিয়ালদা-রানাঘাট, বজবজ থেকে নিউ আলিপুরের মধ্যে থাকবে সেই বিশেষ পরিষেবা। তাই আশা করা হচ্ছে, যাত্রীদের তেমন একটা সমস্যার মধ্যে পড়তে হবে না।

বিশেষ ট্রেন পরিষেবা

শনিবার ও রবিবার যাত্রীদের সুবিধার জন্য মোট 6টাবিশেষ ট্রেন চালানো হবে

  • দমদম-বারাসত স্পেশাল - দমদম থেকে সন্ধ্যা 06.00টার সময় ছাড়বে।
  • শিয়ালদা-রানাঘাট স্পেশাল - শিয়ালদা থেকে সন্ধ্যা 07.00টার সময় ছাড়বে।
  • শিয়ালদা-নৈহাটি স্পেশাল - শিয়ালদা থেকে বিকেল 03.05 মিনিটে ছাড়বে।
  • বজবজ-নিউ আলিপুর স্পেশাল - বজবজ থেকে সন্ধ্যা 5.30 মিনিটে ছাড়বে।
  • নিউ আলিপুর-বজবজ স্পেশাল - নিউ আলিপুর থেকে রাত 08.12 মিনিটে ছাড়বে।
  • শিয়ালদা-বারুইপাড়া স্পেশাল - শিয়ালদা থেকে বিকেল 05.43 মিনিটে ছাড়বে।

ABOUT THE AUTHOR

...view details