কোচবিহার, 26 মার্চ: দুয়ারে লোকসভা নির্বাচন ৷ অথচ 100 দিনের বকেয়া টাকা ও আবাস যোজনার টাকা এখনও পাওয়া যায়নি ৷ এবার এই অভিযোগে ভোট প্রচারে এসে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন ৷ সোমবার বিকেলে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে প্রচারে যান তিনি ৷ ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ফক্কোরেরহাট এলাকায় পৌঁছতেই বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা ৷ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।
প্রথমদিকে বিধায়কের নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের থামাতে চেষ্টা করে। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না-আসায় খবর দেওয়া হয় শীতলকুচি থানায় ৷ অবশেষে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । বিক্ষোভকারীদের বক্তব্য, "আমরা সাধারণ বাসিন্দা। 100 দিনের কাজের টাকা পাইনি। ঘর বরাদ্দ হলেও টাকা দেয়নি। আজকে ভোট চাইতে আসায় বিক্ষোভ দেখিয়েছি।" অন্য়দিকে ঘটনায় তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি ৷ তাদের অভিযোগ, তৃণমূলের নেতাদের প্ররোচনায় কিছু ব্যক্তি এলাকায় অশান্তি করার চেষ্টা করে।