জয়নগর, 15 সেপ্টেম্বর: কয়েকটা দিন পরেই বিশ্বকর্মা পুজো । এই পুজো যেন বাঙালির শারদীয়া উত্সবের আগমনীর বার্তা বয়ে নিয়ে আসে । আর বিশ্বকর্মা পুজো মানেই তো আকাশ জুড়ে ঘুড়ির মেলা । পেটকাটি, চাঁদিয়াল, ময়ূরপঙ্খী থেকে মুখপোড়া, বিভিন্ন ধরনের ঘুড়ি নিয়ে সেদিন দিনভর চলবে কাটাকুটি খেলা ৷ তাই এই সময়ে ঘুড়ির চাহিদা তুঙ্গে ৷
হাতে আর বেশিদিন নেই ৷ দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগরে গঞ্জের বাজারে প্রতিবছরের মতো এ বছরও রাস্তার দুই ধারে বসে গিয়েছে একের পর এক ঘুড়ির দোকান । আর সেই ঘুড়ির দোকানগুলিতে ভিড় জমিয়েছেন ক্রেতারা । এখন আবার বিভিন্ন ধরনের সুতোর কদরও বেড়েছে । আগে যে কোনও সুতো দিয়েই ঘুড়ি ওড়ানো হত । এখন আবার নানা ধরনের মাঞ্জা এসেছে বাজারে । আগেকার কাঁচের গুঁড়োর মাঞ্জার জায়গায় এখন বাজার দখলে পাল্লা দিচ্ছে চিনের মাঞ্জা । বেশ ভালো ধার তাতে । শক্তপোক্তও বটে । ফলে অনেকেই এখন চিনা মাঞ্জার দিকে ঝুঁকেছেন ।