কলকাতা, 6 অক্টোবর: শরতের আকাশে উজ্জ্বল আলো নেই । তুলোর মতো সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে না । বৃষ্টির ভ্রুকুটিতে উৎসবের আবহটাই জমেছে না । তাই দুর্গাপুজোর চারদিন আবহাওয়া নিয়ে শঙ্কা রয়েই যাচ্ছে । আলিপুর আবহাওয়া দফতর অবশ্য ভারী বৃষ্টিতে পুজো পণ্ড হওয়ার কোনও শঙ্কা দেখতে পাচ্ছে না ।
হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, “সোমবার থেকে আবহাওয়ার উন্নতি । সোমবার থেকে শুক্রবার ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । মূলত আংশিক মেঘলা আকাশ । কোনও কোনও জেলার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা ।নিম্নচাপ শক্তি হারালেও সক্রিয় মৌসুমী অক্ষরেখা । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে শক্তিশালী ঘূর্ণাবর্ত, যা সংলগ্ন উত্তর বাংলাদেশের উপরেও বিস্তৃত । এছাড়া, আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধপ্রদেশ উপকূল এলাকায় ।” এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা । দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি আগামী 24 ঘণ্টায় । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে । বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে ।