পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চতুর্থীতেও আকাশের মুখ ভার ! পুজো বানচাল করতে তৈরি বৃষ্টি - Weather During Durga Puja - WEATHER DURING DURGA PUJA

উৎসবমুখর বাঙালির এখন একটাই চিন্তা, পুজোয় কি বৃষ্টি হবে ? তা নিয়ে ফের বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর ৷

West Bengal Weather
পুজো বানচাল করতে তৈরি বৃষ্টি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2024, 7:04 AM IST

Updated : Oct 6, 2024, 9:54 AM IST

কলকাতা, 6 অক্টোবর: শরতের আকাশে উজ্জ্বল আলো নেই । তুলোর মতো সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে না । বৃষ্টির ভ্রুকুটিতে উৎসবের আবহটাই জমেছে না । তাই দুর্গাপুজোর চারদিন আবহাওয়া নিয়ে শঙ্কা রয়েই যাচ্ছে । আলিপুর আবহাওয়া দফতর অবশ্য ভারী বৃষ্টিতে পুজো পণ্ড হওয়ার কোনও শঙ্কা দেখতে পাচ্ছে না ।

হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, “সোমবার থেকে আবহাওয়ার উন্নতি । সোমবার থেকে শুক্রবার ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । মূলত আংশিক মেঘলা আকাশ । কোনও কোনও জেলার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা ।নিম্নচাপ শক্তি হারালেও সক্রিয় মৌসুমী অক্ষরেখা । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে শক্তিশালী ঘূর্ণাবর্ত, যা সংলগ্ন উত্তর বাংলাদেশের উপরেও বিস্তৃত । এছাড়া, আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধপ্রদেশ উপকূল এলাকায় ।” এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা । দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি আগামী 24 ঘণ্টায় । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে । বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে ।

কী বলছেন আবহাওয়া দফতরের অধিকর্তা ? (ইটিভি ভারত)

রবিবারেও বৃষ্টির সতর্কতা কোচবিহার, মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলাতে । দার্জিলিং থেকে মালদা, সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ।

পুজোয় কি বৃষ্টি হবে ? (ইটিভি ভারত)

শনিবার কলকাতা এবং শহরতলি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.7 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 96 শতাংশ, সর্বনিম্ন 84 শতাংশ । গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 15.5 মিলিমিটার । আজ রবিবার আকাশ মেঘলা, কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।

আরও পড়ুন:

Last Updated : Oct 6, 2024, 9:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details