কলকাতা, 14 জুন:তৃণমূলের পর সিপিএম ৷ রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচনের জন্য শুক্রবার প্রার্থী ঘোষণা করল বামেরা ৷ এদিন বৈঠক শেষে তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা হয় । একটি কেন্দ্র ছেড়ে দেওয়া হয় কংগ্রেসের জন্য ৷
সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মানিকতলা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী হচ্ছেন রাজীব মজুমদার । তিনি গত 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রেই বামেদের প্রার্থী ছিলেন । রানাঘাট দক্ষিণ কেন্দ্রে এবার সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাস । পাশাপশি উত্তর 24 পরগনার বাগদা কেন্দ্রে এবার বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হচ্ছেন পেশায় স্কুল শিক্ষক গৌড়াদিত্য বিশ্বাস ৷ গত বিধানসভায় এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিয়েছিল । এবারের প্রার্থী গৌড়াদিত্য বিশ্বাসের বাবা কমলাক্ষ বিশ্বাস ছিলেন এখানকার বর্ষীয়ান ফরওয়ার্ড ব্লক নেতা ।
বিধানসভা উপনির্বাচনে বামেদের প্রার্থীতালিকা (ইটিভি ভারত) তিন কেন্দ্রে নিজেরা প্রার্থী দিলেও রায়গঞ্জ বিধানসভা ছাড়া হচ্ছে কংগ্রেসের জন্য । শোনা যাচ্ছে সেখান থেকে কংগ্রেসের মোহিত সেনগুপ্তের প্রার্থী হওয়ার সম্ভবনা আছে । গত বিধানসভা নির্বাচনে চার কেন্দ্রে মানিকতলা বিধানসভা জিতেছিলেন প্রয়াত তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে । রায়গঞ্জ থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী । রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জিতেছিলেন বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী । বাগদা কেন্দ্রে বিজেপির টিকিটে জিতেছিলেন বিশ্বজিৎ দাস ।
মানিকতলা কেন্দ্রের সিপিএম প্রার্থী রাজীব মজুমদার তৃতীয় স্থানে ছিলেন । ওদিকে রায়গঞ্জে মোহিত সেনগুপ্ত তৃতীয় ছিলেন । তবে বাগদা কেন্দ্রে গতবার কংগ্রেস লড়লেও তার আগে সেখান থেকে বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিত । এবার ওই কেন্দ্রে ফের প্রার্থী দেওয়ার জন্য দাবি করে ফরওয়ার্ড ব্লক । সেই দাবিতে সম্মতি জানায় সিপিএম । কংগ্রেসের জন্য ছাড়া হল কেবল রায়গঞ্জ আসন । গতবার রানাঘাট দক্ষিণে সিপিএম নেত্রী রমা বিশ্বাস লড়াই করলেও এবার ওই কেন্দ্রে সিপিএম তরুণ মুখ দিল অরিন্দম বিশ্বাসকে ।
উপনির্বাচনে বাগদা স্পর্শকাতর ! সবচেয়ে বেশি কেন্দ্রীয়বাহিনী এই কেন্দ্রেই