কলকাতা, 7 এপ্রিল:এবারের লোকসভা নির্বাচনে রাজ্যে বামেদের সঙ্গে প্রদেশ কংগ্রেস 'গাঁটছড়া'য় নয়, 'সমঝোতা'য় এসেছে। কিন্তু রাজ্যের বহু জায়গায় সেই 'সমঝোতা'ও কাজে দিচ্ছে না। কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থীর ভোটপ্রচারে দেখা যাচ্ছে না হাত প্রতীকীদের। পরিস্থিতির বদল ঘটাতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দলীয় নেতা-কর্মীদের বাম প্রার্থীর সমর্থনে প্রচারে নামার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের পর নদিয়া, বর্ধমান-সহ বেশ কয়েকটি জেলার অবস্থান বদলালেও খোদ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থীর সমর্থনে প্রচারে নামেননি।
অবস্থা আরও জটিল কোচবিহারে। সেখানে মনোনয়নপত্র বাতিল হল না কংগ্রেস প্রার্থীর। তাতেই আটকে গেল বাম-কংগ্রেস 'সমঝোতা'। যদিও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু নিজে কংগ্রেসের কাছে এই আসন থেকে প্রার্থীপদ প্রত্যাহারের জন্য অনুরোধ করেন। তা গ্রহণযোগ্য না-হলেও পরে 'লিফলেট' বিলির ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। কংগ্রেস নেতৃত্ব 'লিফলেট বিলি' করে বাম প্রার্থীর সমর্থনে ভোট দেওয়ার আবেদন করবে বলে জানা গিয়েছে।
রবিবার ইটিভি ভারতকে দক্ষিণ কলকাতা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, "আগামিকাল বিধানভবনে এআইসিসি নেতৃত্বের সঙ্গে বৈঠক হবে। সেই বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যদিও কয়েকদিন আগে তিনি স্পষ্ট করেছিলেন, 'দক্ষিণ কলকাতায় কোনওভাবেই তিনি সায়রা শাহ হালিমের সমর্থনে প্রচারে নামবেন না।' সেক্ষেত্রে তিনি বলেন, "বিমানবাবু বলছেন জোট নয়, আসন সমঝোতা করতে ৷ তাহলে 12টা আসনে লড়ে বাকি 30টা আসনে কেন কংগ্রেস প্রার্থীরা বামেদের নতুন প্রজন্মের উঠতি নেতাদের প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিতে যাবেন? বামেরা যেমন কংগ্রেসের 12টা আসনে প্রার্থী দেয়নি, তেমনই বাংলায় কংগ্রেসের নিজের দলের অস্তিত্ব রক্ষার জন্য বামেদের জন্য 12টা আসনে প্রার্থী না-দিয়ে বাকি 18টা আসনে প্রার্থী ঘোষণা করা উচিৎ। সবাই জানে ফলাফল কী হবে ৷ তারপরেও দলীয় পতাকা গুটিয়ে পার্টি অফিসে রেখে দেওয়া আত্মহত্যারই সামিল ৷ প্রদীপ প্রসাদের প্রশ্ন, কেন 'বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোট' লেখা হচ্ছে? কেন 'বাম-কংগ্রেস গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোট' লেখা হচ্ছে না? দেওয়ালে যদি 'জোট' কথাটা লেখা হয় তাহলে বিমানবাবুদের মুখে আসন সমঝোতার বুলি কেন? গত 2016 এবং 2021 সালে সিপিআইএমের সঙ্গে জোট হয়েছিল। দু'বারই সারা কলকাতায় কোথাও কংগ্রেসের প্রার্থী ছিল না শুধু কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের 4টে বিধানসভায় কংগ্রেস লড়েছিল। তবে কোন অঙ্কে কলকাতা দক্ষিণ আসন সিপিএম প্রার্থী ঘোষণা করল?"