পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গোয়ালপোখরে এনকাউন্টারে বন্দি নিরাপত্তা নিয়ে প্রশ্ন, হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর - CALCUTTA HIGH COURT ON GOALPOKHAR

এনকাউন্টারে গোয়ালপোখরে বন্দির মৃত্যু নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী ৷ মামলা দায়েরের অনুমতি দিল হাইকোর্ট ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2025, 10:55 PM IST

কলকাতা, 20 জানুয়ারি: উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে এনকাউন্টারে সাজ্জাক আলমের মৃত্যু নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী তাপস ভঞ্জের । সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তিনি ।

এই বিষয়ে তাঁর বক্তব্য, ন্যাশনাল পুলিশ কমিশনের গাইডলাইন অনুযায়ী পুলিশের হাতে যদি বন্দি নিরাপদ না হয় সে ক্ষেত্রে আদালতকে হস্তক্ষেপ করতে হবে ৷ এই যুক্তিতেই মামলার আবেদন । এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম জানান, অতিরিক্ত হলফনামা দিয়ে ওই বিষয়ে নির্দিষ্ট বেঞ্চে আবেদন জানানো যাবে । চলতি সপ্তাহে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে । তবে জেল ইস্যুতে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে একটা মামলা চলছে । তাই সেখানে শুনানি হবে, না কি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে, তা এখনও স্পষ্ট নয় ।

গত শনিবার বাংলাদেশ লাগোয়া কিচকটোলা ব্রিজের কাছে পুলিশের সঙ্গে গুলি ছোড়াছুড়ির সময়ে মৃত্যু হয় সাজ্জাক আলমের । সেদিন পুলিশ তাকে আত্মসমর্পণ করতে বলেছিল । কিন্তু সেই কথা না শুনে সে পুলিশ আধিকারিকদের দিকে গুলি ছোড়ে । পালটা পুলিশ আত্মরক্ষা করতেই গুলি চালিয়েছিল বলে রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম জানান ।

উল্লেখ্য, 15 জানুয়ারি গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকায় বিচারাধীন বন্দি সাজ্জাককে ইসলামপুর থেকে রায়গঞ্জ নিয়ে যাওয়ার পথে বাথরুম করার ছুতোয় গাড়ি থেকে নামে ৷ এরপর লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে 2 পুলিশকর্মীকে আহত করে পালিয়ে যায় সাজ্জাক । তদন্তে নেমে পুলিশ সূত্র মারফত জানতে পারে বাংলাদেশ পালিয়ে যাওয়ার ছক করলেও এলাকাতেই রয়েছে অভিযুক্ত । তারপর পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় সাজ্জাকের ৷

ABOUT THE AUTHOR

...view details