পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কীভাবে বদলে গেল রাসবিহারী বসুর জমির রেকর্ড! প্রশ্ন গ্রামবাসীদের - Rash Behari Bose - RASH BEHARI BOSE

Land Controversy: পূর্ব বর্ধমানের বড়নৈনান গ্রাম পঞ্চায়েতের সুবলদহ গ্রাম ৷ বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটে ৷ সেই ভিটে হয়ে গিয়েছে অন্যের নামে ৷ কীভাবে বদলে গেল রাসবিহারী বসুর জমির রেকর্ড! প্রশ্ন গ্রামবাসীদের ৷

Land Controversy
বিপ্লবী রাসবিহারী বসু (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 13, 2024, 6:24 PM IST

বর্ধমান, 13 আগস্ট:বিপ্লবী রাসবিহারী বসুর নামে থাকা জমির রেকর্ড বদলে গিয়েছে ৷ বিপ্লবীর পরিবর্তে সেই জমির রেকর্ড অন্য দু’জনের নামে রেকর্ড হয়েছে ৷ যাদের নামে এই রেকর্ড আছে তাদের ওই গ্রামে কোনও বাড়ি বা পরিচিতি কিছু নেই ৷ কীভাবে সেই জমির রেকর্ড বদলে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ ইতিমধ্যে সেই তথ্য ঠিক করার জন্য পূর্ব বর্ধমানের সুবলদহ গ্রামের বাসিন্দারা রায়না 2 ব্লকের বিডিওকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন ৷

বিপ্লবী রাসবিহারী বসুর জমি বিতর্ক

পূর্ব বর্ধমানের রায়না 2 নম্বর ব্লকের বিডিওকে গ্রামবাসীরা জানান, বড়নৈনান গ্রাম পঞ্চায়েতের সুবলদহ গ্রামে রাসবিহারী বসুর জন্মভিটে ৷ মৌজা সুবলদহ, জেএল নম্বর 194, আরএস/সিএস দাগ নং 3157 ৷ এই জমিটা রাসবিহারী বসু, বিজনবিহারী বসু ও বিপিনবিহারী বসুর নামে রেকর্ড রয়েছে ৷ কিন্তু বর্তমানে সেই রেকর্ড ঘাঁটতে গিয়ে দেখা গিয়েছে ওই একই দাগ নাম্বারের জমি তারাপদ বসু ও নিরাপদ বসুর নামে রেকর্ড হয়ে গিয়েছে ৷ কী কারণে ও কীভাবে এই রেকর্ড বদল হয়ে গেল, সেটা জানতে চেয়ে গ্রামবাসীরা বিডিও-র কাছে আবেদন করেছে ৷

গ্রামবাসীদের বক্তব্য

গ্রামবাসীদের মতে, "এখন তো দুর্নীতির কারণে জমির রেকর্ড অনায়াসেই অন্যের নামে রেকর্ড হয়ে যাচ্ছে ৷ কিন্তু দেশের মহান বিপ্লবী রাসবিহারী বসুর জমিও যে অন্যের নামে রেকর্ড হয়ে যাবে ভাবা যায় না।" এই প্রসঙ্গেই গ্রামবাসী মনসুর রহমান সাহানা বলেন, "আমাদের দেশের গর্ব বিপ্লবী রাসবিহারী বসু ৷ তার হাত ধরেই আমাদের দেশ স্বাধীনতার মুখ দেখেছে ৷ সুবলদহ গ্রামে তাঁর জন্মভিটেতে 10 শতক জমি ছিল ৷ সেই জমির রেকর্ড কীভাবে অন্যের নামে চলে যায়, বিষয়টি প্রশাসনের তদন্ত করে দেখা উচিত ৷ বিষয়টি নিয়ে গ্রামবাসীরা বিডিওর কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে ৷ যেহেতু জমির রেকর্ড বদল হয়ে গিয়েছে, তাই সেই জমিতে তাঁর স্মৃতিকে ধরে রাখার জন্য কিছু করাও যাচ্ছে না ৷"

ঘটনা প্রসঙ্গে, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, "রাসবিহারী বসু আমাদের দেশের গর্ব ৷ তার জমির বিষয়টি নিয়ে কিছু একটা গণ্ডগোল ঘটেছে, কানে এসেছে ৷ খোঁজ খবর নিয়ে দেখছি ৷"

উল্লেখ্য, 1912 সালের 23 ডিসেম্বর ৷ দিল্লিতে রাজধানী স্থানান্তর উপলক্ষে শোভাযাত্রা বের করেন তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ ৷ সেই শোভাযাত্রায় বোমা নিক্ষেপ হয় ৷ সেই আঘাতেই মৃত্যু হয় এই বিপ্লবীর ৷ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা শহর ৷ সেই আক্রমণের মূল পরিকল্পনা করেছিলেন বিপ্লবী রাসবিহারী বসু ৷ আক্রমণ ব্যর্থ হলেও সেদিন ব্রিটিশ সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিলেন রাসবিহারী বসু ৷ সেই বিপ্লবীর জন্মভিটার রেকর্ড আজ কী করে হয়ে অন্যের নামে উঠছে সেই প্রশ্ন ?

ABOUT THE AUTHOR

...view details