পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজারামের বিষয়ে বিশদে জানতে মুম্বই ক্রাইম ব্রাঞ্চকে ইমেল লালবাজারের - Rajaram Rege

Lalbazar contacts Mumbai crime branch: রাজারাম রেগের বিষয়ে বিশদে জানতে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করল লালবাজার ৷ কলকাতা পুলিশের তরফে ইমেল পাঠিয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 3:03 PM IST

কলকাতা, 30 এপ্রিল: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার পরিকল্পনার অভিযোগে ধৃত রাজারাম রেগের সম্পর্কে তথ্য যাচাই করার জন্য এ বার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করল কলকাতা পুলিশ । লালবাজার সূত্রে খবর, ইতিমধ্যে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তরফ থেকে ক্রাইম ব্রাঞ্চ ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে । এই বিষয়ে মুম্বই হামলার অন্যতম চক্রী রাজারাম রেগ সম্পর্কে একাধিক তথ্য চেয়ে ইমেল করা হয়েছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে । যদিও এই বিষয়ে মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করা যায়নি ।

নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চ পর্যায়ের কর্তা বলেন, "যখন রাজারাম রেগেকে মুম্বই থেকে আমরা গ্রেফতার করি, সেই সময় আমরা ইনপুট পেয়েছি যে মুম্বই থেকে গ্রেফতার হওয়ার আগে এই রাজারাম রেগে হায়দরাবাদ এবং দিল্লি-সহ একাধিক শহরে ছিলেন । ফলে রাজারাম রেগে সম্পর্কে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কাছে কোনওরকম কোনও খবরাখবর বা কোনও লিংক পেলে তার সম্পর্কে তদন্ত করতে আরও সুবিধা হবে গোয়েন্দাদের । আর সে জন্যই মুম্বই ক্রাইম ব্রাঞ্চের দ্বারস্থ হয়েছে লালবাজার ।"

সম্প্রতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বাসভবনের সামনে একাধিকবার ঘুরে বেরিয়েছে এই রাজারাম রেগে । পাশাপাশি সে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাসভবনের সামনে একাধিক ভিডিয়োগ্রাফি করেছে এই ভিডিয়োগুলি অন্যত্র পাঠিয়েছে । সেই অভিযোগে মুম্বই থেকে তাকে গ্রেফতার করেন লালবাজারের এসটিএফের গোয়েন্দারা । বর্তমানে তাকে নিজেদের হেফাজতে পেয়েছে লালবাজার । তাকে এই বিষয়ে একাধিকবার জেরা করেছেন তদন্তকারীরা । এর আগে, রাজারাম হায়দরাবাদ, মুম্বই, দিল্লি-সহ যে একাধিক জায়গায় ঘুরে বেরিয়েছে ৷ ফলে সেখানকার তথ্য পেতেই মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে কথা বলছে লালবাজার ।

আরও পড়ুন:

  1. মুম্বই হামলার চক্রী ডেভিড কোলম্যান-রাজারামের 'মিটিং'-এ কি ছিল অভিষেকের নাম?
  2. অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপ রাজারামের, বিস্ফোরক তথ্য এসটিএফের হাতে
  3. মমতার বাড়িতেও কি গিয়েছিল রাজারাম? তথ্য জানতে হেফাজতে নিল লালবাজার

ABOUT THE AUTHOR

...view details