কলকাতা, 30 এপ্রিল: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার পরিকল্পনার অভিযোগে ধৃত রাজারাম রেগের সম্পর্কে তথ্য যাচাই করার জন্য এ বার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করল কলকাতা পুলিশ । লালবাজার সূত্রে খবর, ইতিমধ্যে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তরফ থেকে ক্রাইম ব্রাঞ্চ ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে । এই বিষয়ে মুম্বই হামলার অন্যতম চক্রী রাজারাম রেগ সম্পর্কে একাধিক তথ্য চেয়ে ইমেল করা হয়েছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে । যদিও এই বিষয়ে মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করা যায়নি ।
নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চ পর্যায়ের কর্তা বলেন, "যখন রাজারাম রেগেকে মুম্বই থেকে আমরা গ্রেফতার করি, সেই সময় আমরা ইনপুট পেয়েছি যে মুম্বই থেকে গ্রেফতার হওয়ার আগে এই রাজারাম রেগে হায়দরাবাদ এবং দিল্লি-সহ একাধিক শহরে ছিলেন । ফলে রাজারাম রেগে সম্পর্কে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কাছে কোনওরকম কোনও খবরাখবর বা কোনও লিংক পেলে তার সম্পর্কে তদন্ত করতে আরও সুবিধা হবে গোয়েন্দাদের । আর সে জন্যই মুম্বই ক্রাইম ব্রাঞ্চের দ্বারস্থ হয়েছে লালবাজার ।"