কলকাতা, 22 অক্টোবর: সুপ্রিম কোর্ট আগেই ফিরিয়ে দিয়েছে ৷ তাই এবার জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ ৷ আজ হাইকোর্টের পূজাবকাশকালীন বেঞ্চে জামিনের মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী ৷ আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে ৷ আগামী 25 অক্টোবর মামলার শুনানি হতে পারে । সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, চার সপ্তাহের মধ্যে হাইকোর্টকে এই মামলার ফয়সালা করতে হবে ৷
এর আগে মানিক ভট্টাচার্য-সহ নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া একাধিক ব্যক্তি সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন ৷ সেই আবেদনের ক্ষেত্রেও শীর্ষ আদালত তাঁদের হাইকোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছিল ৷ পরবর্তী সময়ে তাঁরা সবাই কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন ৷ এবার সেই পথে কুন্তল ৷ প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে গ্রেফতার করেছিল ৷
বিচারপতি সুগত মজুমদারের পূজাবকাশকালীন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে । 25 অক্টোবর বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে ৷ এর আগে, নিম্ন আদালতে ইডি-র গ্রেফতারিতে জামিনের আবেদন করেছিলেন কুন্তল ঘোষ ৷ বেশ কয়েকমাস মামলা এক বিচারকের এজলাসে শোনা হয় ৷ কিন্তু, পরবর্তী সময়ে এজলাস বদলে দেওয়া হয় ৷ এজলাস বদলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুন্তল ৷ সেই শুনানিতে সুপ্রিম কোর্ট তাঁকে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করতে বলে ৷
হাইকোর্টকে 4 সপ্তাহের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বলা হয় ৷ তারপরেই আজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কুন্তলের আইনজীবী ৷ উল্লেখ্য, প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ওএমআর শিট জালয়াতি ও চাকরিপ্রার্থীদের থেকে বিপুল পরিমাণ টাকা তোলার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল ইডি ৷ তাঁকে গ্রেফতারের পর একাধিক বিতর্কও তৈরি হয় ৷ তিনি সংশোধনাগার থেকে পুলিশ ও আলিপুর আদালতের বিচারককে চিঠি লিখেছিলেন ৷ সেই চিঠিতে অভিযোগ করেছিলেন, সিবিআই তাঁকে চাপ দিচ্ছে নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য ৷