পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঢাক-ডিজে নয়, বিসর্জনে মশাল মিছিল; স্লোগান উঠল 'জাস্টিস ফর আরজি কর' - JUSTICE FOR RG KAR DEMAND

আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করেই দুর্গা প্রতিমা বিসর্জন করল উত্তর কলকাতার সিঁথির দুই সর্বজনীন দুর্গাপুজো কমিটি ।

ETV BHARAT
বিসর্জনের মশাল মিছিলে স্লোগান উঠল 'জাস্টিস ফর আরজি কর' (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2024, 5:58 PM IST

Updated : Oct 14, 2024, 9:47 PM IST

কলকাতা, 14 অক্টোবর: নেই তাসা বা ঢাকের আওয়াজ । নেই নাচ-গান । সকলে মিছিলের মতো দু'দিকে সারিবদ্ধ ভাবে হাঁটছেন । পিছনে অটোতে লাগানো মাইকে আওয়াজ উঠছে, 'তোমার আমার এক স্বর...৷' সেই স্লোগানে তাল মিলিয়ে বাকিদের দৃপ্ত কণ্ঠে ধ্বনিত হচ্ছে 'জাস্টিস ফর আরজি কর'। হাতে মশাল, মুখে স্লোগান ।

এই মিছিলের শেষে দুর্গা প্রতিমা । এই ভাবেই দুর্গা বিসর্জনে নজির সৃষ্টি করল উত্তর কলকাতার সিঁথি এলাকার দুই সর্বজনীন পুজো কমিটি । বিজয়ার বিষাদ ছাপিয়ে দৃঢ় প্রতিবাদী কন্ঠেই হল প্রতিমা নিরঞ্জন ।

স্লোগান উঠল জাস্টিস ফর আরজি কর (ইটিভি ভারত)

কলকাতা পুরনিগমের 2 নম্বর ওয়ার্ডের জামরুল তলা এবং সেন্টার সিঁথি স্পোর্টিং ক্লাবের প্রতিমা বিসর্জনের ছবিটা ছিল একেবারে আলাদা ৷ দুর্গাপুজোর বিসর্জনে তারা আরজি করের ঘটনার প্রতিবাদে মশাল মিছিল করে । এই প্রতিবাদী মশাল মিছিল থেকে খুন হওয়া তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে সরব হন পুজো কমিটির সদস্যরা । এই মশাল মিছিল থেকে ডাক্তারদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেওয়া হয় ।

উল্লেখ্য, দুর্গাপুজোর সপ্তমীর দিন ত্রিধারা সম্মিলনীর সামনে আরজি কর নিয়ে স্লোগান দেওয়ার জন্য পুলিশ 9 জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছিল । এই গ্রেফতারির বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয় বিসর্জনের পদযাত্রা থেকে ।

বিসর্জনে মশাল মিছিল (নিজস্ব চিত্র)

জামরুল তলা নর্থ এন্ড পুজা কমিটি এবার 96 বছরে পা দিয়েছে । এই পুজো কমিটি এবছর মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত । পুজো কমিটির সম্পাদিকা রিনা ঘোষ বলেন, এই মশাল মিছিলে তাঁরা আরজি করে ঘটা ঘৃণ্য অপরাধের প্রতিবাদ জানিয়েছেন । অঞ্চলের মানুষকে সমবেত করে এই মশাল মিছিল করেন তাঁরা । তিনি আরও জানান, রাজ্যজুড়ে যে গণ আন্দোলন চলছে, তাকে তাঁরা সমর্থন জানাচ্ছেন । তাঁরা চান, অতি দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক ।

এদিকে, সেন্টার সিঁথি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকেও মশাল নিয়ে বিচারের দাবিতে মিছিল করেন পুজো কমিটির সদস্য থেকে এলাকার মানুষ । সেন্টার সিঁথি অঞ্চলের বাসিন্দারা হাতে প্ল্যাকার্ড ও মশাল নিয়ে বিসর্জনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন । সেন্টার সিঁথি স্পোর্টিং ক্লাবের সদস্যরা এবার পুজোয় খরচ করেন নামমাত্র । এই প্রসঙ্গে তাঁরা বলেন, এবার তাঁদের পুজো আড়ম্বরবিহীন ভাবেই পালন করছেন । এবারের পুজোতে উৎসব ও প্রতিবাদ দুটো একসঙ্গেই হল । পুজো শেষ হলেও বিচার না-পাওয়া পর্যন্ত বিচারের লড়াই চলবে বলে তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন ।

Last Updated : Oct 14, 2024, 9:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details