পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুঙ্গেরে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিস, গোপন অভিযানে বিরাট সাফল্য কলকাতা পুলিশের - KOLKATA POLICE STF SEIZE ARMS

বিহারের মুঙ্গেরে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিস পেল কলকাতা পুলিশের এসটিএফ ৷ গোপন অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম ৷

ETV BHARAT
মুঙ্গেরে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিস (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2024, 1:31 PM IST

Updated : Nov 14, 2024, 1:50 PM IST

কলকাতা, 14 নভেম্বর:কলকাতা পুলিশ ও বিহার পুলিশের এসটিএফের বিরাট সাফল্য । কলকাতা পুলিশ এবং বিহার পুলিশের এসটিএফ একযোগে বিহারের মুঙ্গেরে একটি আগ্নেয়াস্ত্র কারখানায় গোপন অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করল একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র । এই ঘটনায় সাত ধরনের বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ।

লালবাজার সূত্রের খবর, বিহারের মুঙ্গেরে তল্লাশি অভিযান চালিয়ে সেখানকার এক বাসিন্দা মহম্মদ মনাজির হোসেনের বাড়ি ও তাঁর বেআইনি আগ্নেয়াস্ত্র কারখানায় একযোগে তল্লাশি অভিযান চালায় বিহার এবং কলকাতা পুলিশের এসটিএফ । জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সাতটি সেভেন এমএম পিস্তল, পিস্তল তৈরি করার মেশিন, চারটি লেদ মেশিন-সহ কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তৈরি করার একাধিক সরঞ্জাম ।

বিপুল অস্ত্র ও অস্ত্র তৈরির মেশিন উদ্ধার (নিজস্ব চিত্র)

এই বিষয়ে কলকাতা পুলিশের এসটিএফ-এর দায়িত্বে থাকা এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, কলকাতা পুলিশের নগরপাল মনোজ কুমার ভার্মা কলকাতা পুলিশের ক্রাইম মিটিংয়ে এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছিলেন যে, বিহারের বেআইনি আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারী দলগুলি এবার তাদের অপরাধের ধরন পরিবর্তন করছে । সেই ঘটনার তদন্তে নেমেই গতকাল কলকাতা পুলিশের এসটিএফয়ের একটি বিশেষ ইউনিট বিহার পুলিশের সঙ্গে কথা বলে মুঙ্গেরে গোপন তল্লাশি অভিযান চালায় । সেখান থেকেই এই সাফল্য মেলে বলে জানা যাচ্ছে ।

সাতটি সেভেন এমএম পিস্তল উদ্ধার (নিজস্ব চিত্র)

সম্প্রতি কলকাতা পুলিশের রুটিন একটি ক্রাইম মিটিংয়ে নগরপাল দাবি করেছিলেন যে, কলকাতা তথা শহরতলিতে এবার অভিনব কায়দায় আগ্নেয়াস্ত্র ব্যবসা শুরু করতে চাইছে অস্ত্র ব্যবসায়ীরা । বিহারের মুঙ্গেরের উপর বিশেষভাবে নজরদারি চালিয়ে এবং বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় একসঙ্গে তল্লাশি অভিযান চালিয়ে এ রাজ্যের বেআইনি অস্ত্র ব্যবসা মোকাবিলায় অনেকটাই সফল হয়েছে কলকাতা পুলিশের এসটিএফ । ফলে কলকাতা পুলিশের সেই নজরদারি এবং তল্লাশি অভিযান থেকে নিজেদের বাঁচাতে মোডাস অপারেন্ডি বা অপরাধের ধরন পরিবর্তন করছে বিহারের মুঙ্গেরের একটি দল ।

গোপন অভিযানে বিরাট সাফল্য কলকাতা পুলিশের (নিজস্ব চিত্র)

কলকাতা পুলিশের নগরপাল মনোজ কুমার ভার্মা সম্প্রতি কলকাতা পুলিশের একটি অভ্যন্তরীণ বৈঠকে এসটিএফয়ের কর্তাদের এই বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করার কথা বলেছিলেন । তিনি বলেন, একাধিকবার বিহারে লালবাজারের গোয়েন্দা বিভাগের গোপন অভিযানের ফলে এবার নয়া কৌশল নিয়েছে অস্ত্র কারবারিরা ৷ কলকাতায় সরাসরি অস্ত্র না এনে, বিহার ও ঝাড়খণ্ড থেকে আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন মেশিন ও আগ্নেয়াস্ত্রগুলিকে বিভিন্ন খণ্ডে ভাগ করে ধাপে ধাপে কলকাতায় আনা হচ্ছে ।

বিহারের অস্ত্রের কারখানায় কলকাতা পুলিশের অভিযান (নিজস্ব চিত্র)

কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র কারখানায় সেই অস্ত্র তৈরি করা হচ্ছে ৷ সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে খুব সহজেই বাড়িভাড়া মেলায় এই কারখানা গড়ে তুলছে অস্ত্র কারবারিরা । মোটা টাকার বিনিময় ভাড়াটেদের কাছ থেকে কোনও রকমের নথিপত্র সংগ্রহ না করেই তাঁদের সেখানে থাকতে দেওয়া হয় ৷ আর সেই সুযোগকে কাজে লাগিয়ে গোপনে আগ্নেয়াস্ত্র তৈরির ব্যবসা খুলে বসছে অভিযুক্তরা । এ ব্যাপারেই বাড়তি সতর্কতা নিতে বলেন নগরপাল ৷

মুঙ্গেরে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা (নিজস্ব চিত্র)

আর তারপরই গতকাল বিহারে একযোগে বিহার পুলিশের এসটিএফ ও কলকাতা পুলিশের এসটিএফের অভিযানের ফলে বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবারিদের অনেকটাই ব্যাকফুটে পাঠানো গিয়েছে বলে মনে করছে লালবাজার ।

Last Updated : Nov 14, 2024, 1:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details