কলকাতা, 16 ফেব্রুয়ারি: শত্রুতার কারণে খাস কলকাতায় রাস্তা থেকে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা দুষ্কৃতীদের। কলকাতা পুলিশের কনস্টেবলের বুদ্ধিমত্তার জোরে উদ্ধার অপহৃত ব্যবসায়ী ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বালিগঞ্জ ফাঁড়ি এলাকায় ৷ ধৃত চার অভিযুক্ত ।
গাড়িটিকে আটক করা হয়েছে করেয়া থানা এলাকা থেকে। এমনটা জানিয়েছেন কলকাতা পুলিশের ডিসি(ইএসডি)জাফর আজমল কিদুওয়াই। ইটিভি ভারত-কে তিনি বলেন, "এই ঘটনায় আমরা দ্রুততার সঙ্গে কাজ করেছি । তদন্ত করে জানা গিয়েছে ওই অপহিত ব্যক্তির নাম শুভদীপ রায়। তিনি হাওড়ার বাসিন্দা। পেশায় তিনি ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে অপর এক ব্যবসায়ী তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকা পেতেন। কিন্তু তিনি দীর্ঘদিন ধরেই সেই লক্ষাধিক টাকা ফেরত দিচ্ছিলেন না। যার জেরেই অপহরণের এই ঘটনা ৷"
ইতিমধ্যই, শুভদীপ রায় নামে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ তাঁর বক্তব্য রেকর্ড করেছে ৷ তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ফোনে হুমকি পাচ্ছিলেন। তা সত্ত্বেও তিনি কেন পুলিশকে জানাননি সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। লালবাজারে তরফ জানানো হয়েছে অভিযুক্ত চার ব্যক্তিকে গ্রেফতার করা হলেও তাঁদের নাম এই মুহূর্তে প্রকাশ্যে আনা হবে না ৷ তদন্তকারীদের দাবি, এই ঘটনার নেপথ্যে আরও একাধিক লোক যুক্ত রয়েছেন । শুক্রবার অভিযুক্তদের আলিপুর আদালতে পেশ করা হবে। পুলিশ তাঁদেরকে নিজেদের হেফাজতে নিতে চাইবে বলে জানা গিয়েছে । অভিযুক্তদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করা হবে। এই অপহরণের ঘটনায় ব্যবহার করা গাড়ির মালিক কে, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ প্রয়োজনে সংশ্লিষ্ট গাড়ির মালিক-কেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে পুলিস সূত্রে।
কী হয়েছিল বৃহস্পতিবার রাতে?