পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হোটেলে চেক ইন করতে গেলেই পূরণ করতে হবে 'সি-ফর্ম', জানেন বিষয়টা কি? - Kolkata Police - KOLKATA POLICE

New Rule for Kolkata Hotel: কলকাতার হোটেলে চেকইন করতে গেলেই হাতে পাবেন বিশেষ ফর্ম ৷ যা ফিল আপ না করলে পাবেন না ঘর ৷ নিরাপত্তার রক্ষার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করল লালবাজার ৷ কী সেই নিয়ম, হোটেলে ঢোকার আগে জেনে নিন ৷

LALBAZAR
লালবাজার (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 4:34 PM IST

Updated : May 9, 2024, 5:08 PM IST

কলকাতা, 9 মে: তিলোত্তমার যে কোনও হোটেলে 'চেক ইন' করলে মানতে হবে বিশেষ নিয়ম ৷ নাগরিকদের সুরক্ষার জন্য কলকাতার সমস্ত হোটেলে থাকার আগে পূরণ করতে হবে এই বিশেষ ফর্ম। নাম 'সি-ফর্ম' ৷ নতুন নিয়ম চালু করল কলকাতা পুলিশ ৷ যার ফলে ব্যক্তির আগাম তথ্য চলে আসবে স্থানীয় থানায়। তাতে একাধিক অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলা সম্ভব হবে মনে করে পুলিশ।

কিন্তু আচমকাই কেন এই বিশেষ পদ্ধতি চালু করতে চলেছে কলকাতা পুলিশ? গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "কোন হোটেলে, কে এসে থাকছেন সেই সকল তথ্য জানা উচিত স্থানীয় থানার। কিন্তু অনেক সময়ই এই তথ্য থাকে না স্থানীয় থানার কাছে। ফলে সংশ্লিষ্ট থানার আধিকারিকদের প্রশ্নের মুখে পড়তে হয়। ঠিক যেমন রাজারাম রেগে কলকাতার শেক্সপিয়ার সরণি থানার আওতাধীন একটি হোটেলে বেশ কয়েকদিন থেকে গেল অথচ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা কোনও তথ্যই জানতে পারলেন না।"

তিনি আরও জানান, পরে সেই রাজারাম রেগেকেই মুম্বই থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। রাজারাম রেগের বিরুদ্ধে 26/11 মুম্বই হামলায় মূলচক্রী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ উঠেছে ৷ পাশাপাশি এই রাজারাম রেগের বিরুদ্ধে আরও অভিযোগ, সে কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উপর নজরদারি রাখছিল ৷ তারপরই প্রশ্ন ওঠে একজন ব্যক্তি কীভাবে কলকাতায় চুপিসারে এসে দিনের পর দিন একটি হোটেলে থাকল? সাংসদের বাড়ির ছবি তুলে অন্য জায়গায় পাচার করে নিরাপদে হোটেল-শহর ছেড়ে মুম্বইতে পাড়ি দিতে পারল?

এই সকল ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য লালবাজার থেকে প্রস্তুত করা হচ্ছে এই বিশেষ ফর্মের। এই ফর্মে জানাতে হবে কোনও ব্যক্তি কোন হটেলে থাকতে চাইছেন এবং কেন থাকত চাইছেন। তাছাড়া কতদিন থাকবেন সেই তথ্যও জানাতে হবে। দিতে হবে সচিত্র পরিচয়পত্রও। নিয়মিত এই ফর্ম হোটেল থেকে পাঠানো হবে স্থানীয় থানায়। এর ফলে আগামিদিনে বিভিন্ন অপরাধ আটকানো যাবে বলে মনে করছে লালবাজার

Last Updated : May 9, 2024, 5:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details