পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নবান্ন অভিযানের দিন কলকাতার নিরাপত্তা নিশ্ছিদ্র করতে তৎপর পুলিশ - Student Nabanna Abhijan - STUDENT NABANNA ABHIJAN

Student Nabanna Abhijan: আগামী 27 অগস্ট ছাতছাত্রীদের নবান্ন অভিযান ৷ সেই অভিযানে কলকাতার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুতি শুরু করেছে লালবাজার ৷ প্রস্তুতি চলছে ভবানীভবনেও ৷

Lalbazar
লালবাজার (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2024, 9:04 PM IST

কলকাতা, 24 অগস্ট: আগামী মঙ্গলবার, 27 অগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ৷ এই অভিযান কোনও রাজনৈতিক দল নয়, ছাত্ররা ডাক দিয়েছে ৷ ফলে যেকোনও ছাত্র বা সাধারণ মানুষ, যাঁরা আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ‘অভয়া’র বিচার চান, তাঁরা প্রত্যেকেই যোগ দিতে পারে ৷ ফলে সেই দিন কলকাতা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেদিকে নজর রাখছে লালবাজার ৷

সেই কারণে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে ৷ লালবাজার সূত্রের খবর, সেদিন রাস্তায় থাকছেন প্রায় 21 জন আইজি এবং ডিআইজি পদমর্যাদার পুলিশ আধিকারিক । এছাড়াও বিভিন্ন জেলা পুলিশ ও কমিশনারেট এলাকার 13 জন পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকও থাকবেন রাস্তায় ৷ তাছাড়া কলকাতায় সেদিন থাকছেন মোট 9 জন ডিসি পদমর্যাদার পুলিশ আধিকারিক ।

এছাড়াও কলকাতার 15 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং রাজ্যের প্রায় 25 জন ডিএসপি পদমর্যাদার আধিকারিকও থাকছেন । সঙ্গে একাধিক জেলায় থাকছেন প্রায় 22 অতিরিক্ত এসপি পদমর্যাদার আধিকারিক । বিভিন্ন জেলা ও হাওড়া ব্যারাকপুর-সহ একাধিক কমিশনারেটে থাকছেন প্রায় 26 জন ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিক । প্রতিটি জেলায় মোতায়েন করা হচ্ছে প্রায় 5 হাজারের বেশি পুলিশ । আর কলকাতা শহরে প্রায় সাড়ে চার হাজার পুলিশ মোতায়েন করা হবে ।

পাশাপাশি শহরের প্রতিটি থানায় রাখা হচ্ছে হেভি রেডিও ফ্ল্যাইং স্কোয়াড, স্পেশাল অ্যাকশন ফোর্স, র‍্যাফ । 27 তারিখ সকাল থেকে এই প্রত্যেক থানার অফিসার ইনচার্জ ও অতিরিক্ত অফিসার ইনচার্জরা থাকছেন । পাশাপাশি এসএন ব্যানার্জি রোড, ধর্মতলার একাধিক জায়গায় পর্যাপ্ত পরিমাণে রাখা হচ্ছে জল কামান । হেস্টিংস মোড়ের কাছে অতিরিক্ত পরিমাণে বেশ কয়েকটি জল কামান থাকছে ।

লালবাজারের লক্ষ্য আগামী 27 তারিখ যাতে শহরে কোনোরকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে ৷

ABOUT THE AUTHOR

...view details