পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গম্ভীরের মতো আগলে রাখুন মোবাইলে আসা ওটিপি, বার্তা কলকাতা পুলিশের - KP OTP Scam Awareness - KP OTP SCAM AWARENESS

KP OTP Scam Awareness: মোবাইল ফোনে আসা ওটিপি সাবধানে না রাখলে প্রতারণার শিকার হতে পারে নাগরিকরা ৷ এবার সেই বার্তা দিতে কেকেআরের একটি ভিডিয়োকে হাতিয়ার করল কলকাতা পুলিশ ৷ তাদের সোশাল মিডিয়ায় সেই সচেতনতামূলক বার্তার ভিডিয়ো পোস্ট করল পুলিশ প্রশাসন ৷

ETV BHARAT
গৌতম গম্ভীরের ভিডিয়ো ব্যবহার করে ওটিপি স্ক্যাম নিয়ে সচেতনতা কলকাতা পুলিশের ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 2:08 PM IST

কলকাতা, 13 মে: "তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌড় আর পাব না... ৷" রবীন্দ্র সঙ্গীতের এই মুখরা ব্যবহার করে কয়েকদিন আগে কেকেআর মেন্টর গৌতম গম্ভীরের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছিলেন এক অনুরাগী ৷ এবার সেই আবেগকে জনসচেতনতায় ব্যবহার করল কলকাতা পুলিশ ৷ বার্তা, প্রতারকদের থেকে মোবাইল ফোনে আসা ওটিপি যেন, ঠিক সমান ভালোবাসা দিয়ে আগলে রাখে নাগরিকরা ৷

আজ কলকাতা পুলিশের সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ কলকাতা নাইট রাইডার্সের সোশাল মিডিয়া শেয়ার করা গৌতম গম্ভীর এবং এক অনুরাগীর আলাপচারিতার অংশ সেখানে তুলে ধরেছে কলকাতা পুলিশ ৷ মূলত, মোবাইল ফোনে আসা ওটিপি থেকে হওয়া প্রতারণা থেকে কীভাবে শহরবাসী বাঁচবে, সেই বার্তা দিতে চেয়েছে পুলিশ প্রশাসন ৷ কিন্তু, প্রশ্নটা হল কীভাবে ?

কয়েকদিন আগে নাইট মেন্টরের সঙ্গে অনুরাগীদের একটি আলাপচারিতার পর্ব আয়োজন করা হয়, 'নাইট ক্লাব' প্ল্যাটফর্মে ৷ যেখানে ওই অনুরাগীকে জানাচ্ছেন, তিনি প্রাক্তন নাইট অধিনায়কের কত বড় ফ্যান ৷ তাঁর অনুরোধ গম্ভীর যেন আর কখনও নাইট সংসার ছেড়ে না যান ৷ নাইটদের মেন্টরকে তাঁরা হৃদয়ের মাঝে রাখেন ৷ তাই গম্ভীরের কেকেআর ছাড়ার পর, নাইট সমর্থকরা খুবই কষ্ট পেয়েছিলেন ৷

ওই অনুরাগী নিজের আবেগ প্রকাশ করতে গিয়ে রবীন্দ্র সঙ্গীত, 'তোমায় হৃদ মাঝারে রাখব' গম্ভীরকে উৎসর্গ করেন ৷ ভিডিয়োর গান ও তার আবেগকে ব্যবহার করেছে কলকাতা পুলিশ ৷ মোবাইল ওটিপি স্ক্যাম রুখতে লালবাজারের বার্তা, নাইট সমর্থকদের কাছে গৌতম গম্ভীর যেমন খুবই বিশেষ ৷ তেমনি মোবাইল ফোনে আসা ওটিপি খুবই বিশেষ ৷ তাই সেটিকে হৃদয় দিয়ে আগলে রাখার পরামর্শ দিচ্ছে কলকাতা পুলিশ ৷ আর তার ব্যাক গ্রাউন্ডে চলছে, "তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌড় আর পাব না ৷" অর্থাৎ, ওটিপি হাতছাড়া হলে, আপনার সঞ্চয়ও হাতছাড়া হবে ৷

আরও পড়ুন:

  1. সাইবার অপরাধে মানব পাচার; তদন্তে ইন্টারপোল, সতর্ক লালবাজারও
  2. নগ্ন ভিডিয়ো ভাইরাল করার হুমকি দিয়ে তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ মহিলা সহকারী পরিচালক
  3. ফেসবুকের অ্যাপসে ছবি আপলোড করলেই হয়ে যাচ্ছেন বিদেশি, কমে যাচ্ছে বয়সও; সাবধান হওয়ার বার্তা পুলিশের

ABOUT THE AUTHOR

...view details