কলকাতা, 22 এপ্রিল: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ষড়যন্ত্র ! সোমবার এই ঘটনায় মুম্বই থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ । অভিযুক্তের নাম রাজারাম রেগে ৷ লালবাজার সূত্রে খবর, 26/11-এর মুম্বই হামলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি ৷
ঘটনাটি প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (1) মুরলীধর শর্মা এবং অতিরিক্ত কমিশনার (এসটিএফ) ভি সলমন নেশাকুমার ৷ প্রাথমিক তদন্তের পর তাঁরা জানান, সম্প্রতি কলকাতার শেক্সপিয়ার সরণি থানা এলাকার একটি হোটেলে ঘর ভাড়া নেয় অভিযুক্ত ৷
অভিষেকের আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করে রাজারাম ৷ তৃণমূল নেতার সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করে অভিযুক্ত ৷ শুধু তাই নয়, অভিষেকের বাড়ি ও অফিসের সামনে কয়েক দফা রেইকিও করে যায় সে ৷ রাজারামের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় শেক্সপিয়র সরণি থানায় এফআইআর দায়ের করেন অভিষেকের আপ্তসহায়ক ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় ৷ আর তারপরই মুম্বই থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে ৷ কী কারণে রাজারাম এই কাজ করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ৷ ঘটনার পিছনে কোনও জঙ্গি সংগঠন জড়িত রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে ৷