কলকাতা, 28 মে: সোমবার সন্ধে পর্যন্ত হাঁটু জলে ডুবে ছিল মহানগরের রাজপথ ৷ কিছু কিছু জায়গায় রাস্তার উপর উপড়ে পড়েছিল বড় বড় গাছ ৷ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের প্রভাবে প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল কলকাতার জনজীবন ৷ সেই দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে ওঠার 24 ঘণ্টার মাথায় কলকাতার রাস্তায় রোড শো করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর এই রোড শো নিয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন পৌর আধিকারিকরা । প্রধানমন্ত্রীর যাত্রাপথ সুগত করতে কন্ট্রোল রুম থেকে পথে সবর্ক্ষণ নজরদারি চলছে ৷ কোনও খামতি রাখতে চায় না কলকাতা পৌরনিগম ৷
পৌরনিগমের সূত্রে খবর, মোদির সুরক্ষা নিশ্চিত করে নিরাপদ রাস্তার বন্দোবস্ত করা নিয়ে কোনো ত্রুটি রাখেননি আধিকারিকরা । ঝড় জলে যে সমস্ত গাছের ডাল পড়ে গিয়েছিল সেগুলো গতকালই রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে । পাশাপশি দুটি গাছ হেলে পড়াতে সেগুলো কেটে সরিয়ে দিয়েছে কর্মীরা । রাস্তা থেকেও পাম্প করে নামানো হয়েছে জন ৷ সকাল থেকেই গোটা রাস্তায় বাঁশের ব্যারিকেট করা রাখা রয়েছে । তার দুপাশে দফায় দফায় চলছে পরিষ্কার করার কাজ । প্রধানমন্ত্রী রোড শো চলাকালীন পথে আলো যাতে সঠিক থাকে সেদিকেও নজর দেওয়া হয়েছে ৷ পাশাপাশি প্রধানমন্ত্রীর যাত্রাপথে তার বা অন্য কিছু ঝুলন্ত অবস্থায় যাতে না থাকে সেটাও নিশ্চিত করেছে কলকাতা পৌরনিগম ৷ গাছের ডাল কেটেও রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে ।
আরও পড়ুন:রেমালের পর কী অবস্থা কলকাতার, ট্রাফিক পরিস্থিতির হাল জানাচ্ছে ইটিভি ভারত