পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতায় বেআইনি নির্মাণে 7 বছরের জেল, বাড়বে জরিমানার অঙ্ক; নয়া আইন আনছে পুরনিগম - Kolkata Municipal Corporation

KMC on Illegal Construction: শহরে বেআইনি নির্মাণে আরও কঠোর কেএমসি ৷ সূত্রের খবর, নয়া নিয়ম আনতে চলেছে কলকাতা পুরনিগম ৷

Kolkata Municipal Corporation
কলকাতা পুরনিগম (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 28, 2024, 2:14 PM IST

কলকাতা, 28 জুলাই: গার্ডেনরিচ কাণ্ডের পর থেকেই বেআইনি নির্মাণ নিয়ে নড়েচড়ে বসেছে কলকাতা কর্পোরেশন ৷ বেআইনি নির্মাণ প্রসঙ্গে জিরো টলারেন্স নীতি নিয়েছে পুরসভা । অভিযোগ এলেই ভেঙে ফেলা হচ্ছে বেআইনি নির্মাণ । এবার আইনে বদল এনে আরও কঠোর হচ্ছে কলকাতা কর্পোরেশন । তেমনটাই ইঙ্গিত দিলেন মেয়র ফিরহাদ হাকিম ।

কর্পোরেশন সূত্রে খবর, বদল আসতে চলেছে বিল্ডিং আইনের ধারায় । বাড়বে জেল, জরিমানার অঙ্ক । অভিযোগ, পুর আইনের ফাঁককেই ঢাল করে পুরনিগমকে বুড়ো আঙুল দেখাচ্ছেন অসাধু প্রোমোটাররা । এবার সেই ফাঁক খুঁজেই আইন আরও কঠোর করতে চলেছে কলকাতা কর্পোরেশন ।

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, কর্পোরেশনে বিল্ডিং আইনের 150টির বেশি নিয়ম আছে ৷ কোনও নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে করতে হয় । উচ্চতা, গ্রাউন্ড কভারেজ, ফ্লোর এরিয়া রেসিয়ো, ঘরের মাপ-সহ বেশ কিছু বিষয় দেখা হয় ৷ এই সমস্ত প্যারামিটার না-মানলে ধরা হয় নিয়ম ভাঙা হয়েছে । সেক্ষেত্রে কলকাতা কর্পোরেশনের তরফে যাঁর নামে নকশা অনুমোদন হয়েছে, তাঁকে 401 ধারায় নোটিশ দেওয়া হয় ৷ যাকে কাজ বন্ধ করার নোটিশ বলে । এরপর বলা হয় ওই বেআইনি অংশ ভাঙতে ৷

তা না-মানা হলে আইনি প্রক্রিয়া শুরু হয় । এরপর বিল্ডিং শুনানি আধিকারিক 400(1) ধারায় শুনানি করেন । যদি কোনও নির্মাণ ভাঙার হয়, হলে অর্ডার দিয়ে ভাঙা হয় । নির্মাণকারী নিজে তা না-ভাঙলে একমাসে মধ্যে কর্পোরেশন তা ভেঙে দেয় । সেই টাকা বেআইনি নির্মাণকারীর নামে বন্ড জেনারেট করে আদায় করা হয় ।

পাশাপাশি 400(8) ধারায় যে সমস্ত নির্মাণ খুবই বিপজ্জনক বলে মনে করা হয় তা উচ্চতর কর্তৃপক্ষের কাছে পাঠানো হয় ৷ তারা অনুমতি দিলে নির্মাণকারীকে না-জানিয়ে কর্পোরেশন তা ভেঙে দিতে পারে । অন্যদিকে, 401(এ) ধারায় বেআইনি নির্মাণকারী বিরুদ্ধে এফআইআর করা হয় । এই ধারায় সর্বোচ্চ 50 হাজার টাকা জরিমানা ও বেশি 5 বছর জেল হতে পারে ৷

এখানেই সমস্যায় পড়ছে কলকাতা কর্পোরেশন । জেলের সাজার ক্ষেত্রে পুলিশের দ্বারস্থ হতে হয় পুরনিগমকে । এক্ষেত্রে যেহেতু 7 বছরের কম সময় জেলযাত্রা তাই পুলিশি নোটিশ হাতে এলেই আদালতে আগাম জামিন নিয়ে বেরিয়ে যান অভিযুক্ত । তারপর পুলিশ ও কর্পোরেশনের কিছু করার থাকে না । সেই আইনেই এবার পরিবর্তন আনতে চাইছে কলকাতা কর্পোরেশন । 401(এ) ধারায় জেল ও জরিমানায় অঙ্ক বাড়াতে চিন্তাভাবনা শুরু করেছে পুরনিগম ।

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, এই বিষয় পৌর কমিশনার, পুলিশ আধিকারিক, আইন বিশেষজ্ঞ ও ল’ অফিসারদের নিয়ে প্রাথমিক বৈঠক হয়েছে। এবার খসড়া তৈরি হবে । সেটা চূড়ান্ত হলে মেয়র পরিষদ বৈঠকে উঠবে । অনুমোদন মিললে মাসিক অধিবেশনে তা পাস করানো হবে । তা প্রস্তাব আকারে যাবে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে । সেখান থেকে নবান্ন হয়ে ক্যাবিনেট বৈঠকে । তারপর বিল হিসেবে উঠবে বিধানসভায় ।

এদিন এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘বেআইনি বাড়ি ভাঙছি, আবার হচ্ছে । আসলে ভয় পাচ্ছে না । গার্ডেনরিচ আমায় চোখে আঙুল দিয়ে দেখিয়েছে অনেক খামতি রয়েছে । এই অধিবেশনে হবে না, এর পরেরটায় পাশ হয়ে যাবে । যতদিন না পাশ হবে পুলিশ কড়া থাকুক ।’’
উল্লেখ্য, চলতি মাসে কলকাতার 16টি বরো এলাকায় 50-60টির বেশি বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে । যার মধ্যে সম্পূর্ণ নির্মাণ ভাঙা হয়েছে প্রায় 10-12টি ।

ABOUT THE AUTHOR

...view details